World Most Powerful Women: বিশ্বের ১০০ শক্তিশালী মহিলাদের তালিকায় দুই বাঙালি, চেনেন তাঁদের?

World Most Powerful Women 2023 By Forbes Magazine: ফোর্বস ম্য়াগাজিন বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০০ মহিলার নাম বেছে নিয়েছে। চলতি বছরের নিরিখে তৈরি হয়েছে এই তালিকা। রয়ছে ভারতেরই চার মুখ, দুই বাঙালি  

Updated By: Dec 6, 2023, 04:41 PM IST
World Most Powerful Women: বিশ্বের ১০০ শক্তিশালী মহিলাদের তালিকায় দুই বাঙালি, চেনেন তাঁদের?
ফোর্বস বেছে নিল তালিকা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রসঙ্গ যখন তালিকা এবং ব়্য়াঙ্কিং, তখন শেষ কথা ফোর্বস ম্য়াগাজিন (Forbes Magazine)। মার্কিন মুলুকের চর্চিত বিজনেজ ম্য়াগাজিন চলতি বছরের নিরিখে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী নারীর তালিকা প্রকাশ করল (World Most Powerful Women 2023)। ১০০ জনের তালিকায় রয়েছেন ভারতেরই চার মুখ! তাঁদের মধ্য়ে একজন আবার বাঙালি। পরিধিটা বাড়িয়ে যদি দক্ষিণ এশিয়ার ভিত্তিতে দেখা যায়, তাহলে কিন্তু দু'জন বাঙালি। তাঁরা সকলেই অত্যন্ত পরিচিত নাম।

আরও পড়ুন: Kim Jong Un: 'আপনারা আরও বেশি করে শিশুর জন্ম দিন' বলতে গিয়ে কেঁদে ফেললেন কিম জং উন...

তালিকায় রয়েছেন- ভারতের অর্থমন্ত্রী (Minister of Finance of India) নির্মলা সীতারামন (Nirmala Sitharaman), এইচসিএল টেকনোলজিসের (HCL) চেয়ারপার্সন রোশনি মালহোত্রা (Roshni Nadar Malhotra), স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্য়ান (Steel Authority of India, SAIL) সোমা মণ্ডল (Soma Mondal) ও বায়োকনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন কিরণ মজুমদার (Kiran Mazumdar-Shaw)। রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina, Prime Minister of Bangladesh)। 

আলাদা করে সোমার কথা বলতেই হবে। তাঁর নাম কিন্তু গতবছরও ছিল তালিকায়। রাষ্ট্রায়ত্ত নবরত্ন ইস্পাত প্রস্তুতকারক সংস্থার প্রথম মহিলা চেয়ারপার্সন তিনি। ২০১৭ সালে সোমা যখন ডিরেক্টর (কর্মাশিয়াল) হিসেবে যোগদান করেছিলেন, তখন দেশের ধাতু শিল্প রীতিমতো ধুঁকছিল। ইস্পাত প্রস্তুতকারক কোম্পানিগুলি দিনের পর দিন লোকসানের মুখ দেখে ক্ষতিগ্রস্থ হচ্ছিল। আর ঠিক সেখান থেকেই সোমার ক্য়াপ্টেনসিতে সব হিসেব বদলে যায়। ভুবনেশ্বরের বাঙালির হাত ধরে টানা তিন আর্থিক বর্ষে বিক্রি ও লাভের রেকর্ড হয়।

তেইশের এই তালিকা ফোর্বসের ২০তম সংস্করণ। বিশ্বে জনজীবন পরিবর্তনের ক্ষেত্রে যাঁরা প্রভাব বিস্তার করেছেন, তাঁদেরকে নিয়েই হয়েছে তালিকা। এখানে রাজনীতি থেকে যেমন বিনোদন রয়েছে। তেমনই নীতিনির্ধারক, চিফ এক্সিকিউটিভ ও জনহিতৈষীদেরও রাখা হয়েছে। এই তালিকায় শীর্ষে রয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন। দুয়ে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লেগার্ড। তিন ও চারে রয়েছেন যথাক্রমে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

প্রথমবারের মতো সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন মার্কিন সংগীতশিল্পী টেলর সুইফট। যাঁর কনসার্টের জন্য় ভূমিকম্প হয়, এমনকী যাঁর কনসার্ট জুড়ে একটা সিনেমা পর্যন্ত হয়ে যায়। বোঝাই যাচ্ছে কেন তিনি 'গ্লোবাল সেনসেশন'! পপ আইকনের এমনই প্রভাব। বছর বা দশকের হিসেবে নয়, শতকের নিরিখি টেলরের বিচার হয়। ১২টি গ্র্যামি, ১৪টি এমটিভি ভিডিয়ো মিউজিক অ্যাওয়ার্ডের সঙ্গেই টেলরের ঝুলিতে আছে প্রায় শতাধিক গিনেস বিশ্বরেকর্ড! এহেন টেলর যুগ নড়িয়ে দিয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কেও। বিশ্বের প্রথমসারির এই বিশ্ববিদ্যালয় ঠিক করেছে যে, এবার তাদের কোর্স হবে টেলর সুইফটকে নিয়ে!

আরও পড়ুন: Israel Palestine Conflict: বোমা ছেড়ে এবার পাম্প! হামাসের সুড়ঙ্গে বন্যার পরিকল্পনা ইজরায়েলের

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.