নাইজিরিয়াকে ইবোলা মুক্ত ঘোষনা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
গত ৪২ দিনে নতুন করে সংক্রমণ ছড়ায়নি। তাই নাইজিরিয়াকে ইবোলা মুক্তু ঘোষনা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রাজধানী আবুজার একটি সাংবাদিক সম্মেলনে হু-র প্রতিনিধি রুই গামা ভাজ বলেন, নাইজেরিয়া এখন ইবোলা মুক্ত। সত্যিই এটা খুব বড় সাফল্য।
গত জুলাই মাসে ইহোলার কবলে পড়ে নাইজেরিয়া। তিন মাসের মধ্যে দক্ষিণ আফ্রিকা, লাইবেরিয়াস গিনি ও সিয়েরা লিওনে অন্তত সাড়ে ৪ হাজার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইবোলা আক্রান্তর পরিবারকে চিকিত্সার জন্য ১ বিলিয়ন ইউরোর সংস্থান করার চেষ্টা করছে ইউরোপিয়ান ইউনিয়ন। ব্রিটিশ বিদেশ সচিব ফিলিপ হ্যামন্ড এই তথ্য দিয়েছেন। অন্যদিকে, লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন সরলিফ এ দিন জানান লাইবেরিয়ায় ইবোলা আক্রান্ত হয়ে অন্তত ২০০০ জন প্রাণ হারিয়েছেন। জরুরিকালীন চিকিত্সার অভাব থাকায় ইবোলার ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়েছে।
এর মধ্যেই ওয়াটারলু'র বাসিন্দাদের ৬০টি জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেনেগালকেও ইতিমধ্যে ইবোলা মুক্ত ঘোষনা করেছে ওয়ার্ল্ড হেল্থ অরগানাইজেশন।