এক ভূতুড়ে নৌকায় মানুষ উধাও হওয়ার কাহিনি
ল্যাপটপ চলছে। ইঞ্জিনের চাকা তখনও ঘুরছে। চালু রয়েছে রেডিও ও GPS সিস্টেমও। এমনকী, টেবিলে রাখা রয়েছে খাবারও। কিন্তু মানুষগুলো কই? কোনও খোঁজ নেই!
ওয়েব ডেস্ক : ল্যাপটপ চলছে। ইঞ্জিনের চাকা তখনও ঘুরছে। চালু রয়েছে রেডিও ও GPS সিস্টেমও। এমনকী, টেবিলে রাখা রয়েছে খাবারও। কিন্তু মানুষগুলো কই? কোনও খোঁজ নেই!
এতটা পড়েই নিশ্চয় গা ছম ছম করে উঠছে? সালটা ২০০৭। অস্ট্রেলিয়া উপকূলে খোঁজ মেলে এমনই এক নৌকার। কিন্তু, যাত্রী কোথায়? শুরু হয় খোঁজ..খোঁজ...খোঁজ।
প্রমাণ মিলছে, যাত্রী ছিলেন তিনজন। দু’চোখে নীল দিগন্তের মাঝে হারিয়ে যাওয়ার নেশা নিয়ে তরী ভাসিয়েছিলেন তাঁরা। তারপর কি তাঁরা সত্যিই হারিয়ে গেলেন? হয়তো তাই! মানুষ তো আর ঠিকানা রেখে হারায় না।
ভাবতেও কেমন লাগছে! একটা নৌকা পাওয়া গেল, যেখানে ল্যাপটপ খুলে রাখা আছে। চালু আছে রেডিও, GPS সিস্টেম। কিন্তু মানুষগুলো? না, তাদের আর কোনওদিন কোনও খোঁজে মেলেনি।