যে দেশে জিনস পরা একেবারে নিষিদ্ধ!

ওয়েব ডেস্ক: আপনি কি জিনস পরতে খুব ভালোবাসেন? জিনস ছাড়া কটন প্যান্ট পরতে ভুলেই গিয়েছেন। উপরে যা পরেন পরুন, কিন্তু জিনস আপনার চাই-ই চাই। ঠিক তাই তো? এক্ষেত্রে আপনাকে বলার কথা যেগুলো। ভাগ্যিস আপনি উত্তর কোরিয়ায় থাকেন না। কারণ, উত্তর কোরিয়ায় জিনস পরা নিষিদ্ধ!

হ্যাঁ, চমকে যাওয়ার মতো কথা হলেও এটা সত্যি। কারণ, জিনস পরা পুরোপুরি নিষিদ্ধ উত্তর কোরিয়ায়। সেখানে থাকলে আপনাকে আর জিনস পড়তে হতো না। ভাবিন, কী বাঁচা বেঁচে গিয়েছেন আপনি! তাই এবার থেকে আর যেখানে ঘুরতে যান, যান। উত্তর কোরিয়ায় ভুলেও যাবেন না, যদি আপনি জিনস অন্তপ্রাণ হন।

এই তথ্যটি নেওয়া হয়েছে 'অসাধারণ জ্ঞান' বইটি থেকে। বইটি লিখেছেন স্বরূপ দত্ত ও পার্থ প্রতিম চন্দ্র

 

English Title: 
wearing jeans banned
News Source: 
Home Title: 

যে দেশে জিনস পরা একেবারে নিষিদ্ধ!

যে দেশে জিনস পরা একেবারে নিষিদ্ধ!
Yes
Is Blog?: 
No