শহরের আকাশে অজানা আলো, দেখে চোখ ছানাবড়া সবার
নিজস্ব প্রতিবেদন: দুবাইয়ের আকাশে অদ্ভূত আলোর রেখা। আলোঝলমলে শহরে সন্ধের আকাশে অচেনা আলো নিয়ে ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়। প্রাথমিক ভাবে আমিরশাহীর মহাকাশ কেন্দ্র সেটিকে উল্কা বলে জানালেও রুশ মহাকাশ সংস্থা রসকসমসের তরফে জানানো হয়েছে সেটি রুশ রকেটের অবশিষ্টাংশ।
Mohammed bin Rashid Space Center confirmed that a meteorite has passed through the skies of Dubai pic.twitter.com/acPvBRTIp7
— Dubai Media Office (@DXBMediaOffice) October 16, 2017
মঙ্গলবার সন্ধ্যায় দুবাইয়ের আকাশে দেখা যায় উল্কার মতো ওই বস্তুকে। রাস্তায় যাঁরা ছিলেন তাদের সবার চোখ আটকে যায় আকাশে। চর্মচক্ষুতে প্রত্যক্ষ করার পাশাপাশি সেই ছবি ক্যামেরাবন্দিও করেছেন অনেকে। দুবাইয়ের আকাশে অজানা জ্যোতিষ্কের আবির্ভাব ঘিরে কৌতুহল ছড়ায় বিশ্বজুড়ে। আমিরশাহীর মহাকাশসংস্থার তরফে জানানো হয় বস্তুটি এটি বিশাল উল্কা। তবে আকাশে বস্তুটির গতি দেখে তা মানতে চাননি মাহাকাশবিদরা। কয়েক ঘণ্টার মধ্যে রুশ মহাকাশ সংস্থা রসকসমসের তরফে জানানো হয় বস্তুটি রুশ রকেটের ভগ্নাবশেষ।
আরও পড়ুন - বেজেল লেস স্ত্রিন, ডুয়াল ক্যামেরা, এটাই নাকি Redmi Note 5?
Huge comet breaking down in dubai sky @gulf_news @SkyNews @NBCNews @khaleejtimes pic.twitter.com/sbji6Z7BoP
— Aashraya Yogi (@AAhRaYa) October 16, 2017
ওই দিনই রকেটে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রসদ পাঠিয়েছিল রাশিয়া। সেই রকেটের ভগ্নাবশেষ বায়ুমণ্ডলে ফিরে এসে উল্কার মতো জ্বলে ওঠে। রসকসমসের তরফে জানানো হয়েছে, সাধরণ আবহমণ্ডলের উপরের স্তরেই জ্বলে যায় এই ধরণের রকেটের অংশ। কোনও কারণে তা বায়ুমণ্ডলের নীচের স্তরে চলে আসায় খালি চোখে দেখা গিয়েছে। রকেটের অংশটি জ্বলতে জ্বলতে আরব সাগর হয়ে ভারত মহাসাগরের দিকে চলে গিয়েছে বলে জানিয়েছেন রুশ বিজ্ঞানীরা। এই ধরণের রকেটের ধ্বংসাবশেষের পৃথিবীপৃষ্ঠে আছড়ে পড়ার কোনও সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তাঁরা।