Afghanistan: Kabul-এর দখল নিয়ে বিনোদন পার্কে উল্লাসে মত্ত Taliban-রা, প্রকাশ্যে Video

দেখুন ভিডিয়ো।

Updated By: Aug 17, 2021, 12:40 PM IST
 Afghanistan: Kabul-এর দখল নিয়ে বিনোদন পার্কে উল্লাসে মত্ত Taliban-রা, প্রকাশ্যে Video

নিজস্ব প্রতিবেদন: জেহাদিদের দখলে কাবুল। আফগানিস্তানজুড়ে তালিবানি শাসন কায়েম এখন শুধু সময়ের অপেক্ষা। এই পরিস্থিতে কাবুল বিমানবন্দরে হুলুস্থুল অবস্থা। আফগানিস্তান ছাড়ার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছে। আফগানিস্তানের পরিস্থিতি দেখে যখন ত্রস্ত গোটা বিশ্ব, যখন ফের অন্ধকার যুগ ফেরতের আতঙ্কে কাঁপছে আফগানরা, তখন তালিবান শিবিরে উৎসবের পরিবেশ।

সম্প্রতি সোশ্যাল ছড়িয়ে গিয়েছে একাধিক ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে বিনোদন পার্কে আনন্দে মেতে উঠেছে তালিবানরা। নেটিজেনদের দাবি, কাবুল দখলে নেওয়ার পর এভাবেই আনন্দ উপভোগ করেছে জেহাদিরা। প্রকাশ্যে আসা ভিডিয়োগুলোতে দেখা যাচ্ছে, কেউ বিনোদন পার্কে বাচ্চাদের 'স্ট্রাইকিং কার' চালাচ্ছে। কেউ বা 'মেরি গো রাউন্ড' চড়ছে। যদিও ভিডিয়োগুলোর সত্যতা যাচাই করেনি Zee ২৪ ঘণ্টা। 

আরও পড়ুন: Afghanistan: 'সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে অনুশোচনা নেই', কাবুলের ঘাড়ে দায় ঠেলে সাফাই Biden-র

আরও পড়ুন: Taliban: ১৫ বছরের উপরে, ৪৫-এর নিচে, আফগান মেয়েদের তালিকা চায় তালিবান

আচমকাই বদলে গিয়েছে আফগানিস্তানের পরিস্থিতি। কাবুলের দখল নিয়েছে তালিবান। এমতবস্থায় উদ্বেগ বাড়ছে ভারত-সহ বিশ্বের বহু দেশের। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর কথা বলেছেন মার্কিন স্টেট সেক্রেটারি অ্যান্টনি জে বিলকিনের সঙ্গে। বিমানবন্দরের দ্রুত পরিষেবা নিয়েই কথা হয়। মঙ্গলবার খুলে দেওয়া হয় কাবুল বিমানবন্দর। বিদেশ মন্ত্রকের (এমইএ) মুখপাত্র অরিন্দম বাগচির সোমবার রাতে বলেছিলেন যে ভারত যুদ্ধ-বিধ্বস্ত দেশ ত্যাগ করতে ইচ্ছুক। শিখ এবং হিন্দুদের প্রত্যাবাসনের সুবিধা দেবে।

.