USA: Taliban দখলে Afghanistan, ৪৬০ মিলিয়ন ডলারের পুঁজি বাঁচাতে বড় সিদ্ধান্ত IMF-এর
সজাগ বাইডেন প্রশাসন।
নিজস্ব প্রতিবেদন: তালিবানরা দখল নেওয়ায়, আফগানিস্তানের গচ্ছিত জরুরি পুঁজি বন্ধ করে দিল দি ইন্টারন্যাশনাল মনেটারি ফান্ড (IMF)। তালিবানরা দেশটির দখল নেওয়ার পর, সেখানকার সরকার নিয়ে যে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে, সেই জন্য আর্থিক পুঁজি বন্ধ করে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। হিসেব বলছে, অর্থের পরিমাণ প্রায় ৪৬০ মিলিয়ন মার্কিন ডলার।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর , তালিবানদের হাতে যাতে ওই বিপুল পরিমাণ অর্থ না পৌঁছয়, সেজন্য ক্রমাগত IMF-এর উপর চাপ সৃষ্টি করেছে মার্কিন প্রশাসন। বাইডেন সরকারের চাপেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। মার্কিন ট্রেজারি সেক্রেটারি সাফ জানান, আমেরিকার কাছে গচ্ছিত থাকা আফগানিস্তানের কোনও অর্থ তালিবানদের হাতে তুলে দেওয়া হবে না।
আরও পড়ুন: Afghanistan: দেশ চালাবে 'কাউন্সিল', প্রাক্তন সেনা কর্মীদের সাহায্য চাইছে Taliban!
আরও পড়ুন: England Vaccine: আর কয়েক দিনের মধ্যেই ব্রিটেনে ১৬-১৭ বছরের ছেলেমেয়েদের টিকাকরণ
জানা গিয়েছে, আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে ক্রমাগত নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ও হোয়াইট হাউস। আফগানিস্তান থেকে পুরোপুরি ভাবে মার্কিনিরা উদ্ধার না করা পর্যন্ত, সজাগ বাইডেন প্রশাসন। একই ভাবে তালিবানদের নানান ভাবে চাপেও রাখতে চাইছে তাঁরা।