মোদিকে ভিসা না দেওয়ার সিদ্ধান্তেই অনড় আমেরিকা

গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে কূটনৈতিক ভিসা না দেওয়ার সিদ্ধান্তেই অনড় রইল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন বিদেশমন্ত্রকের মুখপাত্র ভিক্টোরিয়া ন্যুল্যান্ড এক সাংবাদিক বৈঠকে জানান, নরেন্দ্র মোদিকে কূটনৈতিক ভিসা প্রদানের ব্যাপারে মার্কিন নীতির কোনও পরিবর্তন করা হচ্ছে না।

Updated By: Apr 26, 2012, 04:05 PM IST

গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে কূটনৈতিক ভিসা না দেওয়ার সিদ্ধান্তেই অনড় রইল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন বিদেশমন্ত্রকের মুখপাত্র ভিক্টোরিয়া ন্যুল্যান্ড এক সাংবাদিক বৈঠকে জানান, নরেন্দ্র মোদিকে কূটনৈতিক ভিসা প্রদানের ব্যাপারে মার্কিন নীতির কোনও পরিবর্তন করা হচ্ছে না।
গুজরাতের মুখ্যমন্ত্রীকে ভিসা প্রদানের বিষয়টি পূণর্বিবেচনা করার জন্য মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টনকে চিঠি দেন মার্কিন কংগ্রেস সদস্য জো ওয়াল্স। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই মার্কিন বিদেশ মন্ত্রক জানিয়ে দেয়, মোদিকে ভিসা প্রদানে বিষয়ে মার্কিন নীতি অপরিবর্তিতই থাকছে। ওয়াল্স-এর চিঠির তীব্র বিরোধিতা করে ইন্ডিয়ান-আমেরিকান মুসলিম কমিউনিটিও।
প্রসঙ্গত, ২০০২-এর গুজরাত দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে ২০০৫-এ নরেন্দ্র মোদিকে কূটনৈতিক ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নেয় মার্কিন যুক্তরাষ্ট্র।

.