Jill Biden: Vouge-এর প্রচ্ছদে US First Lady

হোয়াইট হাউসের দক্ষিণ লন ব্যালকনিতে হাসিমুখে দাঁড়িয়ে আছেন ফার্স্ট লেডি। 

Updated By: Jun 30, 2021, 09:11 PM IST
Jill Biden: Vouge-এর প্রচ্ছদে US First Lady

নিজস্ব প্রতিবেদন: Vogue পত্রিকার অগস্ট ইস্যুতে প্রকাশিত এক ইন্টারভিউয়ে মার্কিন প্রেসিডেন্ট তাঁর স্ত্রীর কথা বলছেন এইভাবে-- 'যখন আমি second lady হলাম তখন আর আমি কিছুতেই  কোনও ভাবেই এতটুকু সময় নষ্ট করতে চাইলাম না। দেখলাম, এই প্ল্যাটফর্মটা আমাকে কাজে লাগাতেই হবে।

যাঁর সম্বন্ধে এ হেন কথা বলছেন সেই মার্কিন দেশের First Lady Jill Biden বিশ্ববিখ্যাত ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদ আলো করে দাঁড়ালেন এবার। মঙ্গলবারই জানা গিয়েছিল এই খবর। ‘Vogue’-এর প্রচ্ছদে দেখা যাচ্ছে, White House-এর South Lawn balcony-তে দাঁড়িয়ে আছেন ফার্স্ট লেডি। নেভি ব্লু রঙের ফ্লোরাল প্রিন্টের Oscar de la Renta পোশাকে সজ্জিতা তিনি। পত্রিকায় তাঁকে নিয়ে একটি ফিচার স্টোরি ছাপা হয়েছে। 

আরও পড়ুন: Social Media Day: বিশ্বসাথে যোগে যেথায় বিহারো/সেইখানে যোগ তোমার সাথে আমারও

যে ছবিটি নিয়ে এত আলোচনা এত চর্চা সেটি তুলেছেন ফোটোগ্রাফার Annie Leibovitz। 

Jill-ই প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী, যিনি নিজে রোজগার করেন। শিক্ষকতা তাঁর পেশা। পত্রিকায় বিহ্বল কণ্ঠে তিনি তাঁর জীবনের নানা অভিজ্ঞতার কথা জানিয়েছেন। বলেছেন তাঁর নিজস্ব পৃথিবীর কথাও।  

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: ভারত বায়োটেকের সঙ্গে টিকা-চুক্তি বাতিল ব্রাজিলের, চলছে তদন্ত

.