অশান্ত ইরাক: আরও একটি শহর জঙ্গিদের দখলে, ইরাকের অশান্তির আঁচ ভারতের বাজারেও
ইরাকে আরও একটি শহরের দখল নিল জঙ্গিরা। পশ্চিম মসুলের তাল আফার শহর দখল নেওয়ার পর বাগদাদের দিকে এগিয়ে চলেছে জঙ্গি বাহিনী। জঙ্গিদের দাবি, তারা অন্তত সতেরশ সেনাকে হত্যা করেছে। টুইটারে গণহত্যার সেই ছবিও তারা পোস্ট করেছে। ভয়াবহ এই গণহত্যার নিন্দা করেছে আমেরিকা। জঙ্গি হামলায় অশান্ত ইরাককে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে ইরান। তবে এখনই সেখানে সেনা পাঠানোর সম্ভাবনা খারিজ করে দিয়েছে তেহেরান। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন, ইরাকের পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে সবদিক। বাড়ানো হয়েছে বাগদাদের মার্কিন দূতাবাসের নিরাপত্তা। তবে ISIS জঙ্গিদের মোকাবিলায় ফের ইরাকে মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তিনি। যদিও ইতিমধ্যে পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। এছাড়াও রয়েছে আরও দুটি যুদ্ধ জাহাজ।
ইরাকে আরও একটি শহরের দখল নিল জঙ্গিরা। পশ্চিম মসুলের তাল আফার শহর দখল নেওয়ার পর বাগদাদের দিকে এগিয়ে চলেছে জঙ্গি বাহিনী। জঙ্গিদের দাবি, তারা অন্তত সতেরশ সেনাকে হত্যা করেছে। টুইটারে গণহত্যার সেই ছবিও তারা পোস্ট করেছে। ভয়াবহ এই গণহত্যার নিন্দা করেছে আমেরিকা। জঙ্গি হামলায় অশান্ত ইরাককে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে ইরান। তবে এখনই সেখানে সেনা পাঠানোর সম্ভাবনা খারিজ করে দিয়েছে তেহেরান। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন, ইরাকের পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে সবদিক। বাড়ানো হয়েছে বাগদাদের মার্কিন দূতাবাসের নিরাপত্তা। তবে ISIS জঙ্গিদের মোকাবিলায় ফের ইরাকে মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তিনি। যদিও ইতিমধ্যে পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। এছাড়াও রয়েছে আরও দুটি যুদ্ধ জাহাজ।
ইরাকের অশান্ত পরিস্থিতির আঁচ পড়ল ভারতের বাজারেও। অপরিশোধিত তেলের দাম ইতিমধ্যে উর্ধ্বমুখী। এর জেরে ভারতেও জ্বালানীর দাম বাড়তে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে। দাম বাড়বে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের। মুদ্রাস্ফীতি বাড়তে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। ডলারের তুলনায় টাকার দাম আজ অনেকটাই পড়ে গিয়েছে। সপ্তাহের গোড়াতেই পড়েছে শেয়ার সূচকও। ভারতে জ্বালানীর দুই-তৃতীয়াংশ আমদানি করতে হয়। সৌদি আরবের পর ইরাকের কাছ থেকেই সবচেয়ে বেশি পরিমাণে জ্বালানী আসে এদেশে। মোদী সরকারের সামনে এখন অর্থনৈতিক সঙ্কট কাটানোর যে চ্যালেঞ্জ রয়েছে, তাতেও বড়সড় প্রভাব ফেলবে ইরাকের অশান্ত পরিস্থিতি। চলতি খাতে ঘাটতি কমার বদলে ফের বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর জেরে অর্থনৈতিক সঙ্কট আরও ঘনীভূত হতে পারে বলে আশঙ্কা। সামনেই কেন্দ্রীয় বাজেট। সেক্ষেত্রে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে আসতে পারে ইরাক-সঙ্কট।