জঙ্গিহামলায় বিপর্যস্ত ইরাক, হামলা রুখতে সাহায্যের আশ্বাস ইরান, মার্কিন যুক্তরাষ্ট্রের

ইরাকে সঙ্কট ক্রমশ ঘণীভূত হচ্ছে। বাগদাদের দিকে এগিয়ে চলেছে জঙ্গি বাহিনী। ইতিমধ্যেই তাদের দখলে চলে গিয়েছে বেশ কয়েকটি শহর। সংঘর্ষ চলছে পশ্চিম মসুলের তাল আফতার শহরে। যদিও সেনা মুখপাত্রের দাবি, ISIS জঙ্গিগোষ্ঠীর দখলে থাকা বেশ কয়েকটি এলাকা পুনরোদ্ধার করেছে সেনা। গত চব্বিশ ঘণ্টায় সেনাবাহিনীর হাতে ২৭৯ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। ইরাকি সেনাবাহিনীর উপর সুন্নি বিচ্ছিন্নতাবাদীদের অত্যাচারের ছবি প্রকাশ পাওয়ায় অস্বস্তিতে নুরি আল মালিকি সরকার।

Updated By: Jun 16, 2014, 12:22 PM IST

ইরাকে সঙ্কট ক্রমশ ঘণীভূত হচ্ছে। বাগদাদের দিকে এগিয়ে চলেছে জঙ্গি বাহিনী। ইতিমধ্যেই তাদের দখলে চলে গিয়েছে বেশ কয়েকটি শহর। সংঘর্ষ চলছে পশ্চিম মসুলের তাল আফতার শহরে। যদিও সেনা মুখপাত্রের দাবি, ISIS জঙ্গিগোষ্ঠীর দখলে থাকা বেশ কয়েকটি এলাকা পুনরোদ্ধার করেছে সেনা। গত চব্বিশ ঘণ্টায় সেনাবাহিনীর হাতে ২৭৯ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। ইরাকি সেনাবাহিনীর উপর সুন্নি বিচ্ছিন্নতাবাদীদের অত্যাচারের ছবি প্রকাশ পাওয়ায় অস্বস্তিতে নুরি আল মালিকি সরকার।

সুন্নি বিচ্ছিন্নতাবাদীদের হাতে বন্দি ইরাকি সেনা জওয়ানদের উপর নৃশংস অত্যাচারের ছবি সম্প্রতি অনলাইনে প্রকাশিত হয়েছে। ছবির সত্যতা স্বীকার করেছে ইরাকি সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল কাসিম আল মুসাওয়ি। তাঁর মতে ছবিগুলি সালাউদ্দিন প্রদেশের। ছবিগুলি অনলাইনে প্রকাশ করার একটাই উদ্দেশ্য, টিকরিটে যে সেনা ঘাঁটি রয়েছে, সেটি ISIS জঙ্গিগোষ্ঠী দখল করার পর আত্মসমর্পণকারী ইরাকি সেনা জওয়ানদের কি হয়েছে, তা গোটা বিশ্বের সামনে তুলে ধরা। এমনটাই মনে করছে আন্তর্জাতিক মহল। এখানেই শেষ নয়। অনেকেরই ধারণা, সুন্নি জঙ্গিরা এভাবেই সেনাবাহিনীর শিয়া জওয়ানদের খুন করে, দেশে বিচ্ছিন্নতাবাদের আগুন জ্বালাতে চাইছে। এরফলে সেদেশের পরিস্থিতি ২০০৩ সালের মার্কিন অভিযানের চাইতেও খারাপ হবে বলে অনুমান বিশেষজ্ঞ মহলের। সূত্রের খবর, আন্দোলনে শরিক অথচ যারা ISIS-এর সদস্য নন, এমন কয়েকজন জানিয়েছেন যে এপর্যন্ত এক হাজার ইরাকি সেনা জওয়ানকে খতম করেছে সুন্নি জঙ্গিগোষ্ঠী The Islamic State In Iraq and the Lavent বা ISIS-এর সদস্যরা। দু হাজার তিন সালের ইরাক অভিযানের জন্যই এখনকার অশান্তি। মানতে নারাজ প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টোনি ব্লেয়ার।

রবিবার রাজধানী বাগদাদ ও লাগোয়া এলাকায় গাড়ি বোমা বিস্ফোরণ ও আত্মঘাতী হামলায় বেশকয়েকজনের মৃত্যু হয়। প্রথম বিস্ফোরণটি ঘটে জনবহুল কারাদা বাজারে। কিছুক্ষণ পরই দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে উচ্চ শিক্ষা মন্ত্রকের অফিসে। আত্মঘাতী হামলায় প্রাণ হারান অনেকে। বিস্ফোরণ হয় সাডার সিটিতেও। একের পর এক বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

জঙ্গি হামলায় অশান্ত ইরাককে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে ইরান। তবে এখনই সেখানে সেনা পাঠানোর সম্ভাবনা খারিজ করে দিয়েছে তেহেরান। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন, ইরাকের পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে সবদিক। বাড়ানো হয়েছে বাগদাদের মার্কিন দূতাবাসের নিরাপত্তা। তবে ISIS জঙ্গিদের মোকাবিলায় ফের ইরাকে মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তিনি। যদিও ইতিমধ্যে পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ USS জর্জ HW বুশকে মোতায়েন করা হয়েছে। রয়েছে আরও দুটি যুদ্ধ জাহাজ।

এধরনের অশান্ত পরিস্থিতির কারণে ভারতীয়দের ইরাকে না যাওয়ার পরামর্শ দিয়েছে বিদেশমন্ত্রক। যে ভারতীয় নাগরিকরা ইরাকে রয়েছেন, তাঁদের আপাতত ঘরবন্দি থাকতে বলা হয়েছে। প্রয়োজনে দেশে ফিরে আসার ব্যাপারেও চিন্তাভাবনার পরামর্শ দেওয়া হয়েছে।

.