ট্রিপলেট পান্ডা ছানায় মেতেছে চিনের গুয়াংজু সাফারি পার্ক

মুখে ভাত নয়। ওদের প্রথম স্বাদ বদল করতে মুখে দেওয়া হচ্ছে কচি বাঁশ। ওরা তিন জন এমুহুর্তে পৃথিবীর এক মাত্র পান্ডা ট্রিপিলেট।  বয়স আট মাস বয়স হতেই বদল করা হল ওদের ডায়েট চার্ট। চিনের গুয়াংজু সাফারি পার্কের তিন ক্ষুদে বাসিন্দা।

Updated By: Mar 30, 2015, 04:58 PM IST
ট্রিপলেট পান্ডা ছানায় মেতেছে চিনের গুয়াংজু সাফারি পার্ক

ব্যুরো: মুখে ভাত নয়। ওদের প্রথম স্বাদ বদল করতে মুখে দেওয়া হচ্ছে কচি বাঁশ। ওরা তিন জন এমুহুর্তে পৃথিবীর এক মাত্র পান্ডা ট্রিপিলেট।  বয়স আট মাস বয়স হতেই বদল করা হল ওদের ডায়েট চার্ট। চিনের গুয়াংজু সাফারি পার্কের তিন ক্ষুদে বাসিন্দা।

তিনটে ফুটফুটে পান্ডা শাবক। দিব্বি হেসে খেলে বড় হচ্ছে তিন জন।  রবিবার দেখতে দেখতে আট মাস বয়স হল ওদের। এবারতো একটু বড় হতেই হবে।

ছ মাস পর্যন্ত মায়ের দুধই খাচ্ছিল তিন জন। কিন্তু এক খাবার আর কতদিন ভাল লাগে। তাই সুযোগ পেলেই খেলার ছলে কচি বাশের ডগা, বাঁশ পাতা খেতে চাইছিল ওরা।

বড় হতে গেলে যে তিনজনেরই  দুধের সঙ্গে অন্য খাবার প্রয়োজন  তা মানছেন পশু বিশেষজ্ঞরাও। তাই তৈরি হয়েছে নতুন ডায়েট চার্ট।  দুধের পরিবর্তে একটু একটু করে বাড়ানো হবে বাঁশের ডগা, বাঁশ পাতার পরিমান। আর নতুন খবার চেখে দেখার অনুমতি পেয়ে দারুণ খুশি পাণ্ডা শাবকরা।

 

.