ফের আকাশ আতঙ্ক, MH17-এর পর তাইওয়ানে বিমান দুর্ঘটনায় মৃত ৫১
জরুরি অবতরণ করেও এড়ানো গেল না দুর্ভাগ্য। দুর্ঘটনার কবলে ট্রান্সএশিয়া এয়ারওয়েজের বিমান।
Updated By: Jul 23, 2014, 08:21 PM IST
তাইপেই: জরুরি অবতরণ করেও এড়ানো গেল না দুর্ভাগ্য। দুর্ঘটনার কবলে ট্রান্সএশিয়া এয়ারওয়েজের বিমান।
বিমানটিতে মোট ৫৮ জন ছিলেন। তার মধ্যে ৫৪ জন যাত্রী ও ৪ জন ক্রু সদস্য। কাওশিয়াং থেকে পেঙ্গু যাচ্ছিল দুর্ঘটনার কবলে পড়া ফ্লাইট GE222। মঙ্গলবার সকালে টাইফুন মামটোর কবলে পড়ে বিমানটি। ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা আগে থেকেই ছিল। জরুরি অবতরণ করানো হলেও দুর্ভাগ্য এড়ানো যায়নি।
তাইপেই থেকে দিনে মাত্র দুটি বিমান যায় পেঙ্গুতে। রবিবারই ইউক্রেনের আকাশে ক্ষেপনাস্ত্র হামলায় ভেঙে পড়েছে মালয়শিয়ান এয়ারলাইন্সের বিমান MH17। মৃত্যু হয়েছে ২৯৮ জনের।