৬ ফুটের একটা লম্বা মোটা সাপকে তাড়া করে যে কায়দায় ধরলেন সাহসিনী (ভিডিও)

সাপ দেখলেই গা-টা কেমন ঘিনঘিন করে না! আসলে সাপ জিনিসটাই (থুড়ি জীবটাই) এমন। সাপের ভয় পান না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কিন্তু এমন মানুষও আছেন যারা সাপকে তেড়ে গিয়ে ধরেন। সাপই তাদের ভয়ে পালায়। এমনই এক সাহসী মহিলা হলেন রেনেতা পিটম্যান।

Updated By: Jul 11, 2016, 05:16 PM IST
৬ ফুটের একটা লম্বা মোটা সাপকে তাড়া করে যে কায়দায় ধরলেন সাহসিনী (ভিডিও)

ওয়েব ডেস্ক: সাপ দেখলেই গা-টা কেমন ঘিনঘিন করে না! আসলে সাপ জিনিসটাই (থুড়ি জীবটাই) এমন। সাপের ভয় পান না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কিন্তু এমন মানুষও আছেন যারা সাপকে তেড়ে গিয়ে ধরেন। সাপই তাদের ভয়ে পালায়। এমনই এক সাহসী মহিলা হলেন রেনেতা পিটম্যান।

আরও পড়ুন-কিলবিল কিলবিল... একটা বাড়ি থেকে উদ্ধার ১৫০ সাপ!

 পেরুর অ্যামিগোস বায়োলজিক্যাল স্টেশনে কাজ করা রেনেতা সাপকে নিয়ে নানা গবেষণা করেন। সাপকে পছন্দও করেন খুব। সারাদিনের বেশিরভাগ সময়টাই রেনেতার কাটে সাপকে নিয়ে। মানে শয়নে সপন সাপ যাকে বলে। সেই রেনেতাই টিভি ক্যামেরার সামনে সাক্ষাত্কার দিচ্ছিলেন। হঠাত্ই ওর পাশ থেকে চলে যায় একটা ৬ ফুটের লম্বা-মোটা সাপ...নিজের লোভ সামলাতে না পেরে সাপটাকে তাড়া করে রেনেতা। ভয়ে জঙ্গলে ঢুকেও অবশ্য শেষ অবধি রেনেতার কাছে ধরা পড়ে যায় সাপটা..দেখুন সেই ভাইরাল ভিডিওটি।

আরও পড়ুন- দেখে বলুন তো, এটা কি সত্যি সাপ?

.