এটাই কি সাম্প্রতিক কালের সেরা ছবি

একটা ছবি অনেক কথা বলে যায়। কখনও কখনও একটা ছবি লাখ কথা বলে দেয়। এই যেমন নিচের এই ছবিটা।

Updated By: Jul 11, 2016, 05:17 PM IST
এটাই কি সাম্প্রতিক কালের সেরা ছবি

ওয়েব ডেস্ক: একটা ছবি অনেক কথা বলে যায়। কখনও কখনও একটা ছবি লাখ কথা বলে দেয়। এই যেমন নিচের এই ছবিটা।

পুলিসের হাতে কৃষ্ণাঙ্গ খুনের প্রতিবাদে এখন গোটা আমেরিকা উত্তাল। এই উত্তাল আমেরিকায় এই ছবিটা অনেক কথা, অনেক বার্তা দিয়ে যাচ্ছে। নিউ ওরল্যান্সের রয়টার্সের ফোটোগ্রাফার জোনাথন ব্যাচম্যান এই ছবিটা তোলেন। লুসিয়ানার, ব্যাটন রোগে পুলিস হেড কোয়ার্টারের ঠিক সামনে প্রতিবাদ সভা চলছিল। কৃষ্ণাঙ্গ মানুষদের উপর পুলিসি অত্যাচার, অভব্যতার প্রতিবাদে স্লোগানে উত্তপ্ত এলাকা। একদিকে পুলিস, অন্যদিকে বিক্ষোভকারীরা। হঠাত্ই এক মহিলা কিছু এগিয়ে আসেন। তার হাতে কোনও অস্ত্র ছিল না। একেবারে সোজা দাঁড়িয়ে প্রতিবাদ। কিন্তু পুলিসের ওসবে বিশ্বাস নেই। একেবারে দাঙ্গা সামলানোর পোশাক পরে, হাতে স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে মহিলাকে গ্রেফতার করলেন পুলিসকর্মীরা।

আরও পড়ুন-পাকিস্তান বন্ধু না শত্রু? বিতর্ক মার্কিন সংসদে

মহিলার নাম ইসহিয়া ইভান্স। ২৮ বছরের এই মহিলা হলেন নিউইয়র্কের নার্স। এরকম ধরনের প্রতিবাদে এটাই তিনি প্রথমবার গিয়েছিলেন। ছবিটি ভাইরাল হয়ে গিয়েছে।

.