চমকপ্রদ অফার, Vaccine-এর প্রথম ডোজ নিলেই বিনামূল্যে মিলছে গাঁজা!
'month of action'-এ আরও এক চমক।
নিজস্ব প্রতিবেদন: আগেই জুন মাসকে 'month of action' ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ৪ জুলাই, আমেরিকার স্বাধীনতা দিবসের আগে দেশের ৭০ শতাংশ মানুষকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন তিনি। সেই টার্গেট পূরণ করতে আমেরিকাজুড়ে নিত্যনতুন পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। যার মধ্যে নতুন হল "joints for jabs"। অর্থাৎ টিকার প্রথম ডোজ নিলেই বিনামূল্যে মিলছে গাঁজা।
২০১২ থেকে ওয়াশিংটনে গাঁজা সেবন আইনসিদ্ধ। সেখানকার বিভিন্ন ক্যানাবিজ ডিস্পেনসারিতে সম্প্রতি দেওয়া শুরু হয়েছে এই অফার। যেখানে স্পষ্ট বলা হয়েছে, ২১ বছরের ঊর্ধ্বে কেউ করোনা টিকার প্রথম ডোজ নিলে, বিনামূল্যে মিলবে গাঁজা। কেন এই সিদ্ধান্ত? মার্কিন প্রশাসন সূত্রে খবর, ওয়াশিংটনে এখনও পর্যন্ত ৫৪ শতাংশ প্রাপ্ত বয়স্ক মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন। মানুষের মধ্যে থেকে টিকার প্রতি অনিহা দূর করতেই এই ধরনের অফারের ব্যবস্থা।
আরও পড়ুন: ফুকুশিমার বর্জ্য ফেলা যেতেই পারে সাগরে, মত একাংশের বিজ্ঞানীর
আরও পড়ুন: ১৬৪ কোটি! Cryptocurrency-তে কেনা এটাই নাকি আমেরিকার সবচেয়ে দামি পেন্টহাউস
কেবল ওয়াশিংটন নয়, ক্যালিফোর্নিয়া, ওহিও-র মতো শহরে টিকার বিনিময়ে লটারি দেওয়া শুরু হয়েছে। কোনও কোনও অফিস টিকা নিলে কর্মচারীদের সবেতন ছুটিও দেওয়া হচ্ছে। দেওয়া হচ্ছে স্পোর্টস টিকিট। পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত আমেরিকায় ৬৩.৭ শতাংশ প্রাপ্ত বয়স্ক মানুষ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন। ৪ জুলাইয়ের মধ্যে সংখ্যাটা ৭০ শতাংশ করাই বাইডেন প্রশাসনের সামনে এখন প্রধান চ্যালেঞ্জ।
(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)