পেনসিলভানিয়ার স্কুলে ছাত্রের এলোপাথাড়ি ছুরির ঘায়ে আহত ২২

পেনসিলভেনিয়ার একটি স্কুলে হাতে দু`টি কিচেন ছুরি নিয়ে ২২ জন কে কোপালো ১৬ বছরের এক ছাত্র। বুধবার পিটসবুর্গের একটি হাই স্কুলে ছাত্র ঠাসা হল ঘরে আচমকাই এলোপাথারি ছুরি চালাতে শুরু করে হামলাকারী কিশোর। স্কুলের সহকারী প্রিন্সিপাল এসে ওই কিশোরকে কোনও রকমে আটকান। কিন্তু ততক্ষণে রক্তাত হয়ে গেছেন ২১ জন ছাত্র ও এক নিরাপত্তা রক্ষী।

Updated By: Apr 10, 2014, 04:40 PM IST

পেনসিলভেনিয়ার একটি স্কুলে হাতে দু`টি কিচেন ছুরি নিয়ে ২২ জন কে কোপালো ১৬ বছরের এক ছাত্র। বুধবার পিটসবুর্গের একটি হাই স্কুলে ছাত্র ঠাসা হল ঘরে আচমকাই এলোপাথারি ছুরি চালাতে শুরু করে হামলাকারী কিশোর। স্কুলের সহকারী প্রিন্সিপাল এসে ওই কিশোরকে কোনও রকমে আটকান। কিন্তু ততক্ষণে রক্তাত হয়ে গেছেন ২১ জন ছাত্র ও এক নিরাপত্তা রক্ষী।

অন্তত পাঁচজন ছাত্রের অবস্থা অতন্ত আশঙ্কাজনক। ডাক্তাররা জানিয়েছেন আহত এক ছাত্রের যকৃৎ ছিন্নভিন্ন হয়ে গেছে। কোনওক্রমে রক্ষা পেয়েছে তার হার্ট। অনান্যদের পেটে গভীর ক্ষত তৈরি হয়েছে।

সন্দেহভাজন ছাত্র, অ্যালেক্স রিবালকে পুলিসে হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে খুন ও লাঞ্ছনার মামলা দায়ের করা হয়েছে। ওই কিশোরের জামিনের আবেদন খারিজ করা হয়েছে। পুলিসের তরফে জানানো হয়েছে হামলাকারীকে শাস্তি প্রদানের ক্ষেত্রে প্রাপ্ত বয়স্ক হিসাবেই ধরা হবে।

.