প্রকাশ্যে ভিডিয়ো: আত্মসমর্পণের মুহূর্তে তালিবানের গুলিতে ২২ নিরস্ত্র আফগান কম্যান্ডোর মৃত্যু
মানবাধিকার সংগঠনগুলির তরফে বলা হয়েছে, এই হত্যাকাণ্ড যুদ্ধের সঙ্গে জড়িত নয়।
নিজস্ব প্রতিবেদন: নিরস্ত্র আফগান কম্যান্ডো তালিবানের গুলিতে নিহত হলেন। তুর্কমেনিস্তান ও আফগানিস্তানের সীমান্তের ঘটনা।
আত্মসমর্পণের মুহূর্তেই অন্ততপক্ষে ২২ জন নিরস্ত্র আফগান কম্যান্ডো (Afghan commandos) তালিবানের (Taliban) গুলিতে নিহত হলেন। তুর্কমেনিস্তান ও আফগানিস্তানের সীমান্তের নিকটস্থ ফরায়াব প্রদেশের দ্বলতাবাদ অঞ্চলে গত ১৬ জুন এই ঘটনা ঘটেছিল। তারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটিতে তালিবানদের আল্লার নামে ধ্বনি দিতে দেখা যাচ্ছে।
আরও পড়ুন: পাকিস্তানে মালালা-বিরোধী তথ্যচিত্র, 'ইসলাম বিরোধী' বলেও তোপ কনিষ্ঠতম নোবেলজয়ীকে
বিশ্ব মানবাধিকার সংগঠনগুলির (Human-Rights Groups) তরফে বলা হয়েছে, এই হত্যাকাণ্ড যুদ্ধের সঙ্গে জড়িত কোনও ঘটনা নয়।
প্রসঙ্গত, আফগানিস্তান থেকে আমেরিকার চলে যাওয়ার (withdrawal of US troops) বিষয়টি নিয়েও আন্তর্জাতিক দুনিয়ায় সমালোচনা হচ্ছে।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
আরও পড়ুন: তিন বছর ধরে জাহাজে পৃথিবী প্রদক্ষিণ করে ক্যাপ্টেন কুক ফিরলেন ১৩ জুলাই