Sydney: ভয়ংকর বন্যায় ভেসে যাচ্ছে সিডনি, ঘরহীন আধ লাখ!
পথের মধ্যে জলে ডুবতে বসা গাড়িতে আটকে পড়েছেন বহু মানুষ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে সিডনি। শ'খানেক বাড়ি ভেসে গিয়েছে। দুর্দশাগ্রস্ত ৫০ হাজার অস্ট্রেলীয়বাসী।
দুর্যোগ মোকাবিলায় নেমে পড়েছে ইমার্জেন্সি রেসপন্স টিম। পথের মধ্যে জলে ডুবতে বসা গাড়িতে আটকে পড়েছেন বহু মানুষ। ইমার্জেন্সি সার্ভিস ম্যানেজার অ্যাশলে সুলিভান জানিয়েছেন, জলপ্লাবিত গাড়ি বা ডুবে যাওয়া বাড়ি থেকে দুর্গত মানুষজনদের উদ্ধারের কাজ করা হচ্ছে।
টানা কদিন ধরে বৃষ্টি চলছে, অতিরিক্ত বৃষ্টির জেরেই এই বন্যা-পরিস্থিতির সৃষ্টি বলে জানা গিয়েছে। বাঁধগুলি জলে পূর্ণ হয়ে প্লাবিত হয়ে গিয়েছে। বাঁধের দেওয়াল ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ফলে ফ্লাড-ইমার্জেন্সির পরিস্থিতি সৈরি হয়েছে। বিপন্ন মানুষজনকে বিপদগ্রস্ত এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজকর্ম যথারীতি শুরু হয়ে গিয়েছে।
বিপদ এখনও কাটেনি। যে কোনও মুহূর্তে যে কোনও জায়গায় ফ্লাশ ফ্লাড হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
আরও পড়ুন: Egypt: সাগরে সাঁতার কাটতে-কাটতে হাঙরের মুখে দুই মহিলা, তারপর...