নির্বাচনে লড়ছেন সুকি
নির্বাচনে দাঁড়াচ্ছেন সমাজকর্মী ও রাজনীতিবিদ আন সান সুকি।
নির্বাচনে দাঁড়াচ্ছেন সমাজকর্মী ও রাজনীতিবিদ আন সান সুকি। মায়ানমারে আসন্ন উপনির্বাচনে ইয়াংগন থেকে লড়বেন সুকি। ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডি-র মুখপাত্র নিয়ান উইন জানিয়েছে, ইয়াংগনের কাওমু টাউনশিপ থেকে ভোটে লড়বেন তাঁদের নেত্রী। এনএলডি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বলে গত সপ্তাহেই অনুমোদন দেয় মায়নামার সরকার। এর আগে ২০১০-এ সুকির গতিবিধিরউপর কিছু শর্ত আরোপ করে এনএলডি-কে নির্বাচনে লড়ার অনুমতি দিয়েছিল সরকার। কিন্তু এনএলডি সেই শর্ত সাপেক্ষ নির্বাচন বয়কট করে। সামরিক জুন্টা সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্য ১৯৯০-এ গৃহবন্দী করা হয়। এরপর প্রায় দেড় দশক দফায় গৃহবন্দী করা হয় তাঁকে। ২০১০-এর ১৩ নভেম্বর মুক্তি ছাড়া পান সুকি। সামাজিক কাজ ও অহিংস আন্দোলনের জন্য ১৯৯১-এ নোবেল শান্তি পুরস্কার পান তিনি। রাজনৈতিক মহলের মতে, আসন্ন উপনির্বাচনে জিতলেও বর্তমান জুন্টা সরকারের নীতিতে তার বিশেষ প্রভাব পড়বে না। তবে সুকির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিঃসন্দেহে মায়ানমারে গণতন্ত্র স্থাপনের পথে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ২০০৮-এর মে মাসে সাইক্লোন `নার্গিস`-এ সবচেয়ে ক্ষতিগ্রস্থ কাওমু টাউনশিপ। প্রায় ১,৩৮,০০০ মানুষের প্রাণহানি ঘটে।