ছাত্র আন্দোলনে উত্তাল হংকং

ছাত্র আন্দোলনে উত্তাল হংকং। শহরের মূল ব্যবসায়িক অঞ্চলে বিক্ষোভ দেখাচ্ছে ছাত্ররা। গতকাল রাতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিস। উত্তাল হয়ে উঠে পরিস্থিতি। রাত ভর রাজপথেই কাটিয়েছেন বিক্ষোভকারীরা। বন্ধ রয়েছে সরকারি অফিস, স্কুল।

Updated By: Sep 29, 2014, 05:52 PM IST
ছাত্র আন্দোলনে উত্তাল হংকং

হংকং: ছাত্র আন্দোলনে উত্তাল হংকং। শহরের মূল ব্যবসায়িক অঞ্চলে বিক্ষোভ দেখাচ্ছে ছাত্ররা। গতকাল রাতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিস। উত্তাল হয়ে উঠে পরিস্থিতি। রাত ভর রাজপথেই কাটিয়েছেন বিক্ষোভকারীরা। বন্ধ রয়েছে সরকারি অফিস, স্কুল।

২০১৭ সালের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে হংকংয়ে । চিন সরকার হংকংয়ে ভোট করার অনুমতি দিয়েছে। কিন্তু সরকারের বেছে দেওয়া প্রার্থীরাই শুধু মাত্র ভোটে লড়বেন বলে সিদ্ধান্ত নিয়ছে চিন। এই সিদ্ধান্তের প্রতিবাদে পথে নেমেছেন হংকংয়ের ছাত্ররা। গত কয়েকদিন ধরেই হংকং জুড়ে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা।

.