প্রকৃত গণতন্ত্রের দাবিতে ছাত্র আন্দোলনে হংকং উত্তাল

Updated By: Sep 29, 2014, 02:06 PM IST
প্রকৃত গণতন্ত্রের দাবিতে ছাত্র আন্দোলনে হংকং উত্তাল

 

ওয়েব ডেস্ক: ছাত্র আন্দোলনে উত্তাল হংকং। হংকং শহরের মূল ব্যবসায়িক অঞ্চলে বিক্ষোভ দেখাচ্ছে ছাত্ররা। গতকাল রাতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিস। উত্তাল হয়ে উঠে পরিস্থিতি। রাত ভর রাজপথেই কাটিয়েছেন বিক্ষোভকারীরা।

এই বিক্ষোভের জেরে বন্ধ রয়েছে সরকারি অফিস, স্কুল। ২০১৭ সালের সাধারণ নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে হংকংয়ে। চিন সরকার হংকংয়ে ভোট করার অনুমতি দিয়েছে। কিন্তু সরকারের বেছে দেওয়া প্রার্থীরাই শুধু মাত্র ভোটে লড়বেন বলে সিদ্ধান্ত নিয়েছে চিন। এই সিদ্ধান্তের প্রতিবাদে পথে নেমেছেন হংকংয়ের ছাত্ররা।

এই বিক্ষোভ ক্রমশই বড় আকার ধারণ করছে। বিক্ষোভকারীদের বক্তব্য, তাদের সব দাবি মানা না হলে হংকংয়ে আরও বড় বিক্ষোভ হবে।

 

Thousands of protesters are still gathered in Hong Kong's financial district despite police throwing tear gas at them and launching a baton charge

 
.