সৌর-রোষের ঝলকা ধেয়ে আসছে পৃথিবীর দিকে
ওয়েব ডেস্ক: অশনি সঙ্কেত! যার সংসারে লালিত হচ্ছে পৃথিবী, খোদ তার ঘর থেকেই দুঃসংবাদ! পৃথিবীর দিকে ধেয়ে আসছে আগুনের গোলা। সূর্যের থেকে নির্গত হয়ে আগুনের ঝলকানি পৃথিবীমুখী ছুটে আসছে, বলে জানাচ্ছে স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার।
আরও পড়ুন- শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো সিটি, জারি সুনামি সতর্কতা
৬ সেপ্টেম্বর, সকালে সূর্যের বুকে শক্তিশালী দুটি বিস্ফোরণ হয়। এর তীব্রতা এতটাই প্রবল যে বিগত ১১ বছরে এমনটা দেখা যায়নি বলে বিজ্ঞানীদের ধারণা। পর পর দুটি এক্স- ক্যাটাগরির বিস্ফোরণে যে পরিমাণ আগুনের ঝলকানি বেরিয়ে আসছে, এতে ক্ষতি হতে পারে মহজাগতিক রেডিয়েশনের। এর মধ্য অন্যতম শক্তিশালী বিস্ফোরণের মাত্রা ছিল এক্স ৯.৩। ২০০৬ সালে এমনই বিস্ফোরণ ঘটে। তবে সে সময় বিস্ফোরণের মাত্রা ছিল এক্স ৯।
.@NASASun just emitted two significant solar flares! Check them out here: https://t.co/lTHUe26FC1 pic.twitter.com/ENRObXdvPH
— NASA Goddard (@NASAGoddard) September 6, 2017
আরও পড়ুন- হ্যারিকেন ইরমার মধ্যে পড়ে গেল যাত্রী বোঝাই বিমান, দেখুন সেই ভিডিও
বিজ্ঞানীরা জানাচ্ছেন, এক্স- ক্লাস বিস্ফোরণগুলি সৌর জগতের মধ্যে সবচেয়ে শক্তিশালী। এই ধরনের বিস্ফোরণ হলে উপগ্রহকে পাঠানো রেডিও ও ওয়াই-ফাই কানেকশনে ক্ষতি হতে পারে। এমনকী, পৃথিবীর বৈদ্যুতিক গ্রিডও নষ্ট হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।