জঙ্গিদের টাকা লেনদেন! ট্রাম্পের দেশে বন্ধ হল পাক-ব্যাঙ্ক
Updated By: Sep 8, 2017, 01:30 PM IST
ওয়েব ডেস্ক : জঙ্গিদের টাকা লেনদেনের অভিযোগে নিউ ইয়র্কে বন্ধ করে দেওয়া হল পাকিস্তানের সবচেয়ে বড় বেসরকারি ব্যাঙ্ক-হাবিব ব্যাঙ্কের শাখা। ব্যাঙ্কটির বিরুদ্ধে হাওয়ালায় টাকা লেনদেনের অভিযোগও উঠেছে।
মঙ্গলবার ব্যাঙ্ক বন্ধের নির্দেশিকা জারি করে নিউ ইয়র্ক ডিপার্টমেন্ট অব ফিনানশিয়াল সার্ভিস-ডিএফএস। শুধুমাত্র নিউ ইয়র্ক শাখা বন্ধ করে দেওয়াই নয়, হাবিব ব্যাঙ্ককে ২২৫ মিলিয়ন ডলার জরিমানাও করা হয়েছে।
উল্লেখ্য, প্রাথমিক তদন্তে উঠে এসেছে হাবিব ব্যাঙ্ক সৌদি আরবের আল রাজি ব্যাঙ্কের সঙ্গে কয়েক বিলিয়ন ডলার লেনদেন করেছে। ওই লেনদেনের সঙ্গে আল কায়দার টাকাও রয়েছে বলে গোয়েন্দাদের দাবি। অভিযোগ, জঙ্গিদের টাকা লেনদেন বন্ধ করার জন্য যে সতর্কতা নেওয়া হয়, এক্ষেত্রে তা মেনে চলা হয়নি। ১৩,০০০ এমন লেনদেন হয়েছে যেখানে ওই সতর্কতা মানা হয়নি।