ধর্মঘটে উত্তপ্ত গ্রিস, স্তব্ধ জনজীবন

অকুপাই ওয়াল স্ট্রিট আন্দোলন এখনও চলছে। বিক্ষোভের আঁচ এখন আর শুধু আমেরিকা নয়। ছড়িয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। আর্থিক বৈষম্যের প্রতিবাদে অশান্ত লন্ডন, রোম সহ একাধিক শহর। সেই আন্দোলন থেকে অক্সিজেন নিয়েই এবার সরকারের ব্যয় সঙ্কোচন নীতির প্রতিবাদে উত্তাল গ্রিস।

Updated By: Oct 19, 2011, 06:13 PM IST

অকুপাই ওয়াল স্ট্রিট আন্দোলন এখনও চলছে। বিক্ষোভের আঁচ এখন আর শুধু আমেরিকা নয়। ছড়িয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। আর্থিক বৈষম্যের প্রতিবাদে অশান্ত লন্ডন,
রোম সহ একাধিক শহর। সেই আন্দোলন থেকে অক্সিজেন নিয়েই এবার সরকারের ব্যয় সঙ্কোচন  নীতির প্রতিবাদে উত্তাল গ্রিস। এই ইস্যুতে বুধবার থেকে দেশজুড়ে শুরু
হয়েছে আটচল্লিশ ঘণ্টার সাধারণ ধর্মঘট। গ্রিসের সবকটি শ্রমিক সংগঠন এই ধর্মঘটে অংশ নিয়েছে। যার ফলে সকাল থেকে বন্ধ বিমানবন্দর, সমুদ্র বন্দর, সরকারি দফতর। এরই মধ্যে বারো ঘণ্টার বন্ধ ডেকেছে গ্রিসের এয়ার ট্র্যাফিক কন্ট্রোল। বিমানবন্দর সূত্রে খবর, বুধবার সকাল থেকে দেড়শতাধিক আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ উড়ান বাতিল করা হয়েছে। সাফাই কর্মীরা কাজে যোগ না দেওয়ায়, ব্যহত হচ্ছে জঞ্জাল পরিষ্কারের কাজ। ফলে গ্রিসের বিভিন্ন শহরে অপরিচ্ছন্নতার ছবি। ধর্মঘটের প্রভাবে
বিপর্যস্ত বেসরকারি ব্যবসা-বাণিজ্য এবং পরিবহন ব্যবস্থা। বিক্ষোভকারীরা বুধবার সংসদ ভবন ঘেরাওয়ের ডাক দেওয়ায়, সেখানে মোতায়েন কড়া নিরাপত্তা ব্যবস্থা।  

.