আকাশে দাদাগিরি

আকাশের গায়ে উড়ে বেড়াতে কার না ভাল লাগে? কিন্তু এ তো শুধু ওড়া নয়, এ তো দাদাগিরি। নীল আকাশের বুকে নিজেদের কেরামতি দেখালেন বুদাপেস্টে এয়ারবুল চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া উড়ান প্রতিযোগীরা।

Updated By: Jul 19, 2016, 12:23 PM IST
আকাশে দাদাগিরি

ওয়েব ডেস্ক: আকাশের গায়ে উড়ে বেড়াতে কার না ভাল লাগে? কিন্তু এ তো শুধু ওড়া নয়, এ তো দাদাগিরি। নীল আকাশের বুকে নিজেদের কেরামতি দেখালেন বুদাপেস্টে এয়ারবুল চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া উড়ান প্রতিযোগীরা।

মেঘমুলুকে দাদাগিরি। আকাশ যেন এখানে খোলা মাঠ। সেই মাঠে ড্রিবল করে এগিয়ে চলেছে একঝাঁক উড়ান।
সামনে কত বাধা। তাতে কী? বাতাসে ভেসে তাদের কাটিয়ে লক্ষ্যে পৌছনোটাই তো চ্যালেঞ্জ।

আরও পড়ুন-শিস-উত্সব

হাঙ্গেরির বুদাপেস্টে এই গায়ে কাঁটা দেওয়া প্রতিযোগিতার আসর বসেছিল। রেড বুল এয়ার রেস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। বুদাপেস্ট সংসদ চত্বরের গা ঘেঁষে উড়ে বেড়িয়ে আকাশের গায়ে খেলা দেখালেন প্রতিযোগীরা। 

.