ভারতের উদ্বেগ বাড়িয়ে কলম্বো বন্দরে চিনের দুই রণতরীর জায়গা দিল শ্রীলঙ্কা

Updated By: Nov 3, 2014, 11:12 PM IST
ভারতের উদ্বেগ বাড়িয়ে কলম্বো বন্দরে চিনের দুই রণতরীর জায়গা দিল শ্রীলঙ্কা

নয়াদিল্লির উদ্বেগ সত্ত্বেও চিনের দুটি রণতরীকে কলম্বো বন্দরে জায়গা দিল শ্রীলঙ্কা। গত শুক্রবারই কলম্বো বন্দরে পৌছয় চিনের একটি সাবমেরিন ও একটি যুদ্ধজাহাজ। মাস দুয়েক ধরেই ওই বন্দরে রয়েছে চিনের আরও একটি সাবমেরিন।

ভারত মহাসাগরে চিনের নৌবহরের আনাগোনা নয়াদিল্লির উদ্বেগ বাড়ালেও একে স্বাভাবিক ঘটনা বলেই দাবি করেছে কলম্বো। দুহাজার দশ সালের পর থেকে এখনও পর্যন্ত বিভিন্ন দেশের মোট দুশো তিরিশটি রণতরী কলম্বো বন্দরে এসেছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার বিদেশ দফতর।

শ্রীলঙ্কা চিনের নৌবহরকে কলম্বো বন্দরে জায়গা দেওয়ায় ভারত সরকারের উদ্বেগ আরও বেড়েছে।

.