আফগানিস্থানে অপহৃত ৭ ভারতীয়
আফগান পুলিসের এক মুখোপাত্র জানিয়েছেন, একটি গাড়িতে তারা যাচ্ছিলেন। সেই সময় কয়েকজন বন্দুকধারী গাড়িসহ ৬ ইঞ্জিনিয়র ও চালককে অপহরণ করে।
নিজস্ব প্রতিবেদন : আফগানিস্থানে কাজ করতে যাওয়া ৭ জন ইঞ্জিনিয়রকে অপহরণ করল জঙ্গিরা। স্থানীয় সংবাদমাধ্যমে এই খবর সম্প্রচারিত হওয়ার পরই ভারতীয় বিদেশমন্ত্রক নড়েচড়ে বসেছে। খোঁজখবর শুরু হয়েছে অপহৃতদের। আফগানিস্থানের বাঘলান প্রদেশে একটি বিদ্যুত কেন্দ্রে চাকরি করতেন তাঁরা।
আফগান পুলিসের এক মুখোপাত্র জানিয়েছেন, একটি গাড়িতে তারা যাচ্ছিলেন। সেই সময় কয়েকজন বন্দুকধারী গাড়িসহ ৬ ইঞ্জিনিয়র ও চালককে অপহরণ করে। পুলিসের প্রথমিক ধারণা অপহরণকারীদের সঙ্গে তালিবান যোগ থাকতে পারে।
In response to queries on reports of abduction of Indian nationals in Afghanistan, MEA Spokesperson said, "we are aware of the abduction of Indian nationals from Baghlan province in Afghanistan. We are in contact with Afghan authorities & further details are being ascertained"
— ANI (@ANI) May 6, 2018
এর আগেও ভিনদেশ থেকে আফগানিস্থানে চাকরি করতে গিয়ে অপহৃত হয়েছেন বহু বিদেশি। তাদের মধ্যে ভারতীয়রাও ছিলেন। ২০১৬ সালে কাবুল থেকে এক ভারতীয় সমাজসেবীকে অপহরণ করা হয়। ৪০দিন বন্দি রাখার পর তাঁকে মুক্ত করে জঙ্গিরা।
আরও পড়ুন- মাত্র ন'মিনিটেই বিধ্বস্ত একটি আস্ত শহর