নীরব মোদীকে অভিযুক্ত প্রতিপন্ন করা যেতেই পারে, মত ব্রিটিশ বিচারকের

২০১৮ সালে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১৩ হাজার ৫০০ কোটি টাকা তছরুপের অভিযোগ ওঠে নীরবের বিরুদ্ধে।

Updated By: Feb 25, 2021, 05:33 PM IST
 নীরব মোদীকে অভিযুক্ত প্রতিপন্ন করা যেতেই পারে, মত ব্রিটিশ বিচারকের

নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবারই নীরব মোদী নিয়ে কোনও নির্দেশ শোনাতে পারে ব্রিটেনের আদালত, এমন একটা খবর ছিলই। অবশেষে রায় জানা গেল। ব্রিটেন আদালত জানিয়ে দিল, নীরব মোদীকে অভিযুক্ত প্রতিপন্ন করা যেতেই পারে।  

নীরব মোদীর ভারতে ফেরার (Nirav Modi extradition case) সম্ভাবনা নিয়ে চাপানউতোর চলছে বহু দিন হয়ে গেল। আদৌ নীরব ভারতে ফিরবেন কিনা, তা নিয়ে বৃহস্পতিবারই কোনও নির্দেশ শোনাতে পারে ব্রিটেনের আদালত, এমন সম্ভাবনা ছিলই। সেই সম্ভাবনাই সত্য হল। শুনানির জেরে রায় দিতে গিয়ে District Judge Samuel Goozee জানিয়ে দিলেন, তিনি সন্তুষ্ট যে, এই মামলায় এমন তথ্যপ্রমাণ আছে যার বলে মোদীকে (I am satisfied that there is evidence that Mr Modi could be convicted) অভিযুক্ত প্রতিপন্ন করাই যেতে পারে।

আরও পড়ুন: আরও এক ভারতীয় মুখের সম্ভাবনা বাইডেন ক্যাবিনেটে

২০১৮ সালে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১৩ হাজার ৫০০ কোটি টাকা তছরুপের (money laundering) অভিযোগ ওঠে হিরে ব্যবসায়ী (jeweller) নীরবের বিরুদ্ধে। সে বছরই ইডি নীরব মোদীকে ভারতে চেয়ে ব্রিটিশ সরকারের কাছে আর্জি জানায়। তাঁর বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। ২০১৯ সালের ১৯ মার্চ তাঁকে গ্রেফতার করা হয়। এরপর দু'বছর ধরে নীরবের ভারত-প্রত্যর্পণ নিয়ে মামলা চলছে ওয়ান্ডসওয়ার্থ আদালতে (UK court)।

আরও পড়ুন: শ্রীলঙ্কা সফরে কাশ্মীর নিয়ে শান্তিবার্তা ইমরানের

.