Russia-Ukraine War: ড্রোন হামলা করে রুশ টহলদারি জাহাজ ডুবিয়ে দিল ইউক্রেন
এই টহলের নৌকাগুলি তিনজন নাবিক ও ২০ জন আরোহী বহন করতে পারে। সেখানে কিছু জরুরি অস্ত্রও থাকে।
নিজস্ব প্রতিবেদন: কৃষ্ণসাগর অর্থাৎ, ব্ল্যাক সি'র স্নেক আইল্যান্ডের কাছে ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার দুটি টহলদারি নৌকাকে ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। এই স্নেক আইল্যান্ড থেকেই ইউক্রেনীয় সেনাদের সরে যেতে বলেছিল মস্কো।
ইউক্রেনীয় সেনারা রুশ সেনাদের কাছে আত্মসমর্পণ করতে না চাওয়ার পর থেকে স্নেক আইল্যান্ড ইউক্রেনের প্রতিরোধ আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছে। বিমান থেকে তোলা একটি ভিডিয়ো ফুটেজে দেখা গেছে, ছোট একটি সামরিক জাহাজে বিস্ফোরণ হচ্ছে। টহলের নৌকাগুলি তিনজন নাবিক ও ২০ জন আরোহী বহন করতে পারে। সেখানে কিছু জরুরি অস্ত্রও থাকে।
এর আগে এপ্রিলের মাঝামাঝি সময়ে কৃষ্ণসাগরে রুশ জাহাজ মস্কোভা ডুবে গিয়েছিল। মস্কোর দাবি, ওই জাহাজে বিস্ফোরণ হয়েছে। আর ইউক্রেন দাবি করেছিল, তারা ওই জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
আরও পড়ুন: Russia-Ukraine War: এবার কি ইউক্রেনের বিরুদ্ধে 'আনুষ্ঠানিকভাবে' যুদ্ধ ঘোষণা করবেন পুতিন?
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)