Russia-Ukraine War: শোনা যাচ্ছিল, যেতে পারেন; অবশেষে হোয়াইট হাউস জানিয়ে দিল, বাইডেন ইউক্রেন যাবেন কি না!

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে যাওয়ার কোনো পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেই। সোমবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

Updated By: Apr 19, 2022, 05:32 PM IST
Russia-Ukraine War: শোনা যাচ্ছিল, যেতে পারেন; অবশেষে হোয়াইট হাউস জানিয়ে দিল, বাইডেন ইউক্রেন যাবেন কি না!

নিজস্ব প্রতিবেদন: শোনা যাচ্ছিল, ইউক্রেন সফরে যেতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত যাচ্ছেন না বাইডেন। স্বভাবতই বাইডেনের সম্ভাব্য ইউক্রেন সফর নিয়ে আগ্রহ তৈরি হয়েছিল, কিন্তু সেই আগ্রহে জল ঢেলে দিল হোয়াইট হাউসের সিদ্ধান্ত।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে যাওয়ার কোনো পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেই। সোমবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

আসলে রবিবারই এক মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, তাঁর ধারণা কিয়েভ সফর করবেন বাইডেন। জেলেনস্কি বলেছিলেন, 'অবশ্যই এটি তাঁর সিদ্ধান্ত। নিরাপত্তা পরিস্থিতির উপরও তা নির্ভর করছে। তবে আমি মনে করি, তিনি যুক্তরাষ্ট্রের নেতা। আর সে কারণে এখানকার পরিস্থিতি তাঁর দেখতে আসা উচিত।' তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পরিষ্কার করে দিয়েছেন যে, মার্কিন প্রেসিডেন্টের ইউক্রেন যাওয়ার কোনো পরিকল্পনাই নেই!

হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেনের পরিবর্তে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের ইউক্রেনে পাঠাতে চায় যুক্তরাষ্ট্র। স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন কিংবা প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে পাঠানো হতে পারে।

প্রসঙ্গত, যুদ্ধ-পরিস্থিতির মধ্যেই কোনো পূর্বঘোষণা ছাড়াই কিয়েভ সফর করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকও করেন তিনি। সব চেয়ে তাৎপর্যপূর্ণ হল, বৈঠকের পর দুই নেতা কিয়েভের রাস্তায় হেঁটে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

আরও পড়ুন: Alien Invasion: অচিরেই পৃথিবী আক্রমণ করবে এলিয়েনরা! এ কোন ভয়ানক ঘটনার মুখোমুখি মানবজাতি?

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.