বেআইনি লেনদেনের অভিযোগ, রাজ রাজারত্নমের কারাদণ্ড

বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এগারো বছরের কারাদণ্ড হল রাজ রাজারত্নমের। নিউইর্য়কের আদালত এই রায় দিয়েছে।

Updated By: Oct 13, 2011, 11:20 PM IST

বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এগারো বছরের কারাদণ্ড হল রাজ রাজারত্নমের। নিউইর্য়কের আদালত এই রায় দিয়েছে। আর্থিক সংস্থা গ্যালিওন গ্রুপের প্রতিষ্ঠাতা, শ্রীলঙ্কার অনাবাসী ব্যবসায়ী রাজ রাজারত্নমের বিরুদ্ধে অভিযোগ ছিল বেআইনি লেনদেনের মাধ্যমে প্রায় সাত কোটি পঞ্চাশ লক্ষ ডলার লাভ করেছেন তিনি। যদিও রাজারত্নমের আইনজীবীদের দাবি অঙ্কটা আরও কম। সরকারপক্ষ রাজারত্নমের কুড়ি বছরের কারাদণ্ড দাবি করেছিল। কিন্তু বিভিন্ন সমাজসেবা মুলক কার্যকলাপে যুক্ত ছিলেন রাজারত্নম। পাশাপাশি ডায়বেটিসে আক্রান্ত রাজারত্নমের শারীরিক অবস্থাও ভাল নয়। এই বিষয়গুলি মাথায় রেখেই তাঁকে এগারো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিচারক। তবে রাজারত্নম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি ছিল, লেনদেনের ক্ষেত্রে অনেক সময়ই কোনটা আইনি, কোনটা বেআইনি তা তাঁর কাছে স্পষ্ট ছিল না।

.