পাক বিরোধী স্লোগান উঠল ইসলামাবাদের পথে!

ফের একবার সামনে উঠে এল পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি। এবার খোদ ইসলামাবাদেই সেদেশের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে নামলেন বাসিন্দারা। কিন্তু কিসের প্রতিবাদ?

Updated By: Feb 5, 2017, 12:50 PM IST
পাক বিরোধী স্লোগান উঠল ইসলামাবাদের পথে!

ওয়েব ডেস্ক : ফের একবার সামনে উঠে এল পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি। এবার খোদ ইসলামাবাদেই সেদেশের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে নামলেন বাসিন্দারা। কিন্তু কিসের প্রতিবাদ?

আরও পড়ুন- ট্রাম্পের অভিবাসন নীতিতে ঢুকতে পারে পাকিস্তানের নাম

পাক অধিকৃত কাশ্মীরে দীর্ঘদিন ধরে পাকিস্তান সেনার অত্যাচারের কথা তুলে আসছেন বাসিন্দারা। সেই সঙ্গে রয়েছে ISI-এর নানা ধরনের সমস্যা। এই পরিস্থিতিতে তাঁরা গত কয়েক বছর ধরেই স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে আসেছেন। তবে, সেই আন্দোলন নিজেদের এলাকাতেই এতদিন ধরে সীমাবদ্ধ থাকে।

আরও পড়ুন- পাকিস্তান পার্লামেন্টে মহিলা সাংসদকে নিগ্রহের অভিযোগ, আত্মহত্যার হুমকি

এবার আর নিজেদের এলাকাতে নয়, আন্দোলনের ঝাঁঝ যাতে সেদেশের সরকার পর্যন্ত পৌঁছে দিতে পারেন তার জন্যই ইসলামাবাদের পথে নামলেন তাঁরা। রীতিমতো পোস্টার নিয়ে স্লোগান দিতে দিতে সেখানে আন্দোলন চালাচ্ছেন বাসিন্দারা।

.