আদালতের নির্দেশের বিরুদ্ধে মুখ খুললেন ট্রাম্প

সিয়াটেল আদালত তাঁর ভিসা ব্যানে স্থগিতাদেশ দেওয়ায় বেদম চটেছেন ডোনাল্ড ট্রাম্প। আদালতকে নিশানা করে দেগে চলেছেন একের পর এক টুইট বোমা। মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, বিচারকের রায়ে খারাপ লোকেরা খুব খুশি। এই বিচারক জঙ্গিদের জন্য দেশকে একেবারে খুলে দিয়েছেন। এর ফলে বিপজ্জনক লোকে ভরে যেতে পারে দেশ।

Updated By: Feb 5, 2017, 10:41 AM IST
আদালতের নির্দেশের বিরুদ্ধে মুখ খুললেন ট্রাম্প

ওয়েব ডেস্ক : সিয়াটেল আদালত তাঁর ভিসা ব্যানে স্থগিতাদেশ দেওয়ায় বেদম চটেছেন ডোনাল্ড ট্রাম্প। আদালতকে নিশানা করে দেগে চলেছেন একের পর এক টুইট বোমা। মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, বিচারকের রায়ে খারাপ লোকেরা খুব খুশি। এই বিচারক জঙ্গিদের জন্য দেশকে একেবারে খুলে দিয়েছেন। এর ফলে বিপজ্জনক লোকে ভরে যেতে পারে দেশ।

আরও পড়ুন- আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প

আরেকটি টুইটে ট্রাম্প আবার লিখেছেন, হোমল্যান্ড সিকিউরিটির সিদ্ধান্তে স্থগিতাদেশ দিচ্ছেন বিচারক। হচ্ছেটা কী? ভিসা ব্যান কার্যকর হবেই। তথাকথিত এই বিচারকের রায় হাস্যকর। তাঁর মতামতের জন্য দেশে আইন-শৃঙ্খলা কার্যকর করার বিষয়টিই তো উঠে যেতে বসেছে। 

.