কানাডার পার্লামেন্টে বন্দুকবাজের হামলা, পুলিসের গুলিতে নিহত ১
Updated By: Oct 22, 2014, 10:41 PM IST
ওটায়া: কানাডার পার্লামেন্টে বন্দুকবাজের হামলা। জখম এক সেনাকর্মী। প্রায় তিরিশ রাউন্ড গুলি চালানো হয় । এই ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলে পুলিস। পাল্টা গুলিতে মৃত্যু হয়েছে ওই বন্দুকবাজের। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সরকারি ভবন লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে পার্লামেন্টের ভেতরে ঢুকে পড়ে ওই বন্দুকবাজ।
জঙ্গি হানার আশঙ্কায় গতকালই দেশে সতর্কতা বাড়িয়েছে কানাডা সরকার। দেশের বা বাইরের কোনও জঙ্গি সংগঠন হামলা চালাতে পারে এমন সতর্কতাও জারি করা হয়েছিল। তারপরেই পার্লামেন্টে এই হামলার ঘটনায় নিরাপত্তা আরও বাড়িয়েছে কানাডার সরকার। শুরু হয়েছে জোর তল্লাশি।
পুলিসের মতে তিনজন আততায়ী আজ সংসদে হামলা চালায়। একজন সংসদ ভবনের ছাদে উঠে ছিল বলে জানিয়েছে পুলিস।