ওবামাকে উদ্দেশ্য করে তরুণ বলল, 'ডোন্ট টাচ মাই গার্লফ্রেন্ড'
ওয়েব ডেস্ক: কী বলা যেতে পারে একে প্রেমের ঠ্যালা। নাকি হিংসুটে প্রেমিকের অতিরিক্ত ভালবাসার অত্যাচার।
মার্কিন প্রেসিডেন্ট গিয়েছিলেন মার্টিন লুথার কিং কমিউনিটের সার্ভিস সেন্টারে মিডটার্ম ইলেকশানে ভোট দিতে। পাশাপাশি অনেকগুলো ইভিএম রাখা। ইভিএমের বাক্সের কাছে যেতেই বারাক ওবামার উদ্দেশ্যে চিত্কার উড়ে এল। না, এই চিত্কারের ধরনটা ওবামার চেনা ছিল না। এটা কোনও উন্মাদনা কিংবা প্রতিবাদের চিত্কার নয়। কিছু মুহূর্ত পরেই বোঝা গেল ব্যাপারটা।
ভোট দিতে আসা এক তরুন উঁচু গলায় ওবামাকে উদ্দেশ্যে করে বলে উঠল, 'লিসেন ডোন্ট টাচ মাই গার্লফ্রেন্ড' ('don't touch my girlfriend' )। মিস্টার প্রেসিডেন্ট তো একেবারে 'থ'। গোটা বিশ্বের তাবড় তাবড় নেতারা যেটা বলার সাহস পায় না। কোন সম্মেলন গেলে ওসব ভিন দেশের নেতারা বড়জোড় মিনমিন করে বলেন, 'শোনো এটা আমাদের আভ্যন্তরিন বিষয় তোমার এসব বিষয়ে টাচ করতে এসো না (সীমান্তজনিত বা পৃথক দেশের আন্দোলন নিয়ে)।' কিন্তু মাইক জোনস নামের যে ছোঁড়া এই সাহস দেখিয়েছে তার কারণটা শুনে সবার হাসিই পাবে। হিংসুটে বয়ফ্রেন্ড জোনস এতটাই ঈর্ষাপরায়ন যে সে চায় না দেশের বা বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি তার প্রেমিকার গায়ে হাত দেন।
জোনসের গার্লফ্রেন্ড কোপারের সেই শুনে কী হাসি। ওবামা হতচকিত হয়ে বললেন, ''ও কী সত্যি আমায় এই কথাটা বলল''! কোপার তো বয়ফ্রেন্ডর এ হেন কর্মে একেবারে লজ্জায় লাল হয়ে যাওয়ার জোগাড়। ওবামা তাকে বলল, 'আমি তো ভাবছি তুমি তোমার বন্ধুদের কাছে গিয়ে কী বলবে'? কোপারের কাছে তার বয়ফ্রেন্ডের নাম জিজ্ঞাসা করার পর বললেন, 'সত্যি ও খুব বোকা।' ভোট দেওয়ার পর অবশ্য ওবামা আলিঙ্গন করেন কোপারকে।