মোদীকে হুমকি দিয়ে সন্ত্রাসের পায়রা ওড়ালো পাকিস্তান

শান্তির প্রতীকও এখন সন্ত্রাসের বাহন।  চিরকাল পায়রা ওড়ানো হয়েছে শান্তির বাণী ছড়িয়ে দিতে। কিন্তু, পাকিস্তান এবার সেই পায়রাকেই ব্যবহার করল হুমকি ও সন্ত্রাসের বাহন রূপে। প্রধানমন্ত্রীকে হুমকি চিঠি দিয়ে পায়রা পৌছল পাঠানকোটে। এক BSF কর্মী ভিমাল সেক্টরে গতকাল পায়রাটিকে আটক করেন।

Updated By: Oct 3, 2016, 09:45 AM IST
মোদীকে হুমকি দিয়ে সন্ত্রাসের পায়রা ওড়ালো পাকিস্তান

ওয়েব ডেস্ক: শান্তির প্রতীকও এখন সন্ত্রাসের বাহন।  চিরকাল পায়রা ওড়ানো হয়েছে শান্তির বাণী ছড়িয়ে দিতে। কিন্তু, পাকিস্তান এবার সেই পায়রাকেই ব্যবহার করল হুমকি ও সন্ত্রাসের বাহন রূপে। প্রধানমন্ত্রীকে হুমকি চিঠি দিয়ে পায়রা পৌছল পাঠানকোটে। এক BSF কর্মী ভিমাল সেক্টরে গতকাল পায়রাটিকে আটক করেন।

বারামুলায় হামলা সন্দেহভাজন পাক জঙ্গিদের, মৃত ১ বিএসএফ জওয়ান

পায়রার পায়ে বাঁধা উর্দুতে লেখা একটি চিঠি। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে লেখা চিঠিতে হুমকি, "আজকের পাকিস্তানকে উনিশশো একাত্তরের পাকিস্তানের সঙ্গে গুলিয়ে ফেললে ভুল হবে। পাকিস্তানের প্রতিটি শিশু ভারতের সঙ্গে লড়তে তৈরি।" গত তেইশে সেপ্টেম্বর পঞ্জাবের হোশিয়ারপুরে এমন একটি পায়রা আটক করা হয়। সেই পায়রার দেহে উর্দুতে কিছু শব্দ লেখা ছিল।

ভারত কোনও দেশকে কোনও দিন আক্রমণ করে না : প্রধানমন্ত্রী

.