একই জেলে কয়েদি দেশের দুই প্রেসিডেন্ট
Updated By: Jul 17, 2017, 05:02 PM IST
ওয়েব ডেস্ক: দেশের দুই রাষ্ট্রপতির ঠিকানা এখন এক জেল। চিরটা কাল প্রবল রাজনৈতিক বৈরিতা থাকলেও এখন একই ছাঁদের নীচে গরাদের পিছনে দিন কাটাচ্ছেন পেরুর দুই প্রাক্তন প্রেসিডেন্ট ওলান্তা হুমালা এবং আলবার্তো ফুজিমোরি। যদিও পাঁচ বছরের কারা মেয়াদ কেটানো হয়ে গিয়েছে বাম ঘেঁষা প্রাক্তন প্রেসিডেন্ট হুমালার, তবুও তাঁকে এখন ১৮ মাসের 'প্রি-ট্রায়াল' বন্দিদশা কাটাতে হচ্ছে দেশের ৬২তম প্রেসিডেন্ট তথা স্বৈরাচরী শাসক ফুজিমোরির জন্য নির্মীত জেলেই। এই জেলে খুব সম্প্রতি নিয়ে আসা হয়েছে ওলান্তা হুমালাকে। ১৯৯০ থেকে ২০০০ সালের মধ্য প্রবল স্বৈরাচারী আলবার্তো ফুজিমোরি বারংবার মানবাধিকার পদদলিত করেছেন। সেই অপরাধেই ২৫ বছরের কারাজীবন অতিবাহিত করছেন তিনি। (আরও পড়ুন- আপনি কি জানেন পৃথিবীর কোন কোন দেশে মদ নিষিদ্ধ? )