আপনি কি জানেন পৃথিবীর কোন কোন দেশে মদ নিষিদ্ধ?

Updated By: Jul 17, 2017, 04:24 PM IST
আপনি কি জানেন পৃথিবীর কোন কোন দেশে মদ নিষিদ্ধ?

ওয়েব ডেস্ক: পৃথিবীর ১৫টি দেশে মদের ওপর রয়েছে নিষেধাজ্ঞা। আর এই দেশগুলির মধ্যে বেশিরভাগটাই মুসলিম ধর্মপ্রধান হিসেবেই পরিচিত। এই তালিকায় রাখা হয়েছে ভারতকেও। উল্লেখ্য, একটা সময় পর্যন্ত মদ নিষদ্ধ ছিল আমেরিকা (১৯২০-১৯৩৩), রাশিয়া (১৯১৪-১৯২৩), কানাডার (১৯১৮-১৯২০) মত তথাকথিত 'উদারবাদী' দেশগুলোতেও। এছাড়াও একটা সময় পর্যন্ত মদে নিষেধাজ্ঞা ছিল, তৎকালীন সোভিয়েত রাশিয়ার অন্তর্গত হাঙ্গেরিতেও। মদ ব্যান ছিল নরওয়ে (১৯১৬-১৯২৭), ফিনল্যান্ডেও (১৯১৯-১৯৩২)। ভারতের কয়েকটি রাজ্যেও মদ নিষদ্ধ। এক নজরে দেখে নিন, বর্তমান বিশ্বে কোন কোন দেশে মদ নিষদ্ধ? অবশ্যই পড়ুন- ভারতের উত্থানে 'মাথা ঠান্ডা রাখা'র বেজিং বার্তা

১ আফগানিস্তান 
২ বাংলাদেশ (ক্ষেত্র বিশেষে ইসলাম বাদ দিয়ে অন্য ধর্মাবলম্বী এবং বিদেশীদের জন্য ছাড়) 
৩ ব্রুনেই
৪ ইরান 
৫ ইন্দোনেশিয়া 
৬ ইয়েমেন 
৭ লিবিয়া
৮ কুয়েত 
৯ মালদ্বীপ (মুসলিম ছাড়া সবার জন্য ছাড়)
১০ পাকিস্তান  (মুসলিম ছাড়া সবার জন্য ছাড়)
১১মৌরিতানিয়া 
১২ সৌদি আরব 
১৩ সুদান 
১৪ সোমালিয়া 
১৫ আরব আমির শাহী 

.