ধাক্কা খেল হাফিজ সইদের ভোটে লড়ার স্বপ্ন

মুম্বই হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র লস্কর-ই-তৈবাকে জঙ্গি সংগঠন ঘোষণা করলে জামাত-উদ-দাওয়া নামে আরেকটি সংগঠন তৈরি করে হাফিজ। গত বছর সেই সংগঠনের ছত্রছায়াতেই তৈরি হয় মিল্লি মুসলিম লিগ নামে একটি রাজনৈতিক দল।

Updated By: Jun 14, 2018, 12:16 AM IST
ধাক্কা খেল হাফিজ সইদের ভোটে লড়ার স্বপ্ন

নিজস্ব প্রতিবেদন: ভেস্তে গেল হাফিজ সইদের ভোটে লড়ার পরিকল্পনা। তাঁর রাজনৈতিক দল মিল্লি মুসলিম লিগকে স্বীকৃতি দিতে অস্বীকার করল পাক নির্বাচন কমিশন। ওদিকে পাক নির্বাচন কমিশনকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে পাক সুপ্রিম কোর্ট। 

বুধবার পাক নির্বাচন কমিশনে আব্দুল গফ্ফর সুমরোর নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ মিল্লি মুসলিম লিগের আবেদন খারিজ করে। জামাত উদ দাওয়ার ও হাফিজ সইদের সঙ্গে তাঁর যোগাযোগের জন্য মিল্লি মুসলিম লিগের আবেদন খারিজ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। 

কফিন নয়, নতুন বিএমডব্লিউ-তে বাবাকে সমাধিস্থ করল ছেলে

মুম্বই হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র লস্কর-ই-তৈবাকে জঙ্গি সংগঠন ঘোষণা করলে জামাত-উদ-দাওয়া নামে আরেকটি সংগঠন তৈরি করে হাফিজ। গত বছর সেই সংগঠনের ছত্রছায়াতেই তৈরি হয় মিল্লি মুসলিম লিগ নামে একটি রাজনৈতিক দল। সপ্তাহ কয়েকের মধ্যেই পাকিস্তানে সাধারণ নির্বাচন। তার আগে হাফিজের ভোটে দাঁড়ানো রুখে মুখরক্ষা করল পাকিস্তান। 

.