সমলিঙ্গে বিয়ের ফুল ফুটল এ বার নিউজিল্যান্ডে
ওশিয়েনিয়া মহাদেশেও ফুটল সমলিঙ্গে বিবাহের ফুল। বিশ্বের ১৪ তম দেশ হিসাবে সরকার স্বীকৃত সমলিঙ্গে বিবাহ হয়ে গেল নিউডিল্যান্ডে। সোমবার সকালেই নিউজিল্যান্ডের বিভিন্ন গির্জায় মোট ৩১ জন যুগল আঙটি বিনিময় করে সমলিঙ্গে বিবাহ সারলেন। দীর্ঘদিন লড়াইয়ের পর বিপরীত লিঙ্গের না হয়েও প্রিয় মানুষকে বিয়ে করার সুযোগ পেয়ে প্রত্যেকের মুখেই যেন যুদ্ধ জয়ের হাসি।
ওশিয়েনিয়া মহাদেশেও ফুটল সমলিঙ্গে বিবাহের ফুল। বিশ্বের ১৪ তম দেশ হিসাবে সরকার স্বীকৃত সমলিঙ্গে বিবাহ হয়ে গেল নিউডিল্যান্ডে। সোমবার সকালেই নিউজিল্যান্ডের বিভিন্ন গির্জায় মোট ৩১ জন যুগল আঙটি বিনিময় করে সমলিঙ্গে বিবাহ সারলেন। দীর্ঘদিন লড়াইয়ের পর বিপরীত লিঙ্গের না হয়েও প্রিয় মানুষকে বিয়ে করার সুযোগ পেয়ে প্রত্যেকের মুখেই যেন যুদ্ধ জয়ের হাসি।
চলতি বছর এপ্রিল মাসেই নিউজিল্যান্ডের পার্লামেন্ট সমলিঙ্গে বিবাহ আইন পাশ হয়। দেশে ১৯৫৫ সালে যে বিবাহ আইন ছিল সেটারই সংশোধন আনা হয়েছিল। কিউই দেশে এত দিন শুধুমাত্র নারী ও পুরুষের বিবাহ আইনসিদ্ধ ছিল৷ নিষিদ্ধ ছিল সমলিঙ্গ বিবাহ৷
ক দিন আগে মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে ক্যালিফোর্নিয়ায় আইনসিদ্ধ হয় সমলিঙ্গ বিবাহ৷ ইংল্যান্ড ও ওয়েল্স-এ আইনি স্বীকৃতি পেতে চলেছেল সমলিঙ্গ বিবাহ৷
একের পর এক দেশে সমলিঙ্গে বিবাহ আইনি স্বীকৃতি পাওয়ার পর ভারতের আন্দোলনকারীরাও জোর পাচ্ছেন। যদিও এর বিরুদ্ধে গলা চড়ানোর সংগঠনও দেশে প্রচুর।
কোন কোন দেশে কবে সমলিঙ্গে বিবাহ স্বীকৃত হয়-
১) নেদারল্যান্ডস (১ এপ্রিল, ২০০১)
২) বেলজিয়াম (১ জুন, ২০০৩)
৩) স্পেন ( ৩ জুলাই, ২০০৫)
৪ ) কানাডা ( ২০ জুলাই, ২০০৫)
৫) দক্ষিণ আফ্রিকা (৩০ নভেম্বর, ২০০৬)
৬) নরওয়ে (১ জানুয়ারি, ২০০৯)
৭) সুইডেন ( ১ মে, ২০০৯)
৮) ডেনমার্ক (১৫ জুন, ২০১২)
৯) পর্তুগাল (৫ জুন, ২০১০)
১০) আইসল্যান্ড (২৭ জুন, ২০১০)
১১) ব্রাজিল (১৬ মে, ২০১৩)
১২) ফ্রান্স (১৮ মে, ২০১৩)
১৩) উরুগুয়ে (৫ অগাস্ট, ২০১৩)
১৪) নিউজিল্যান্ড (১৯ অগাস্ট, ২০১৩)
(এ বার কোথায় কোথায় স্বীকৃতি পেতে চলেছে-- লুক্সেমবার্গ, নেপাল, স্কটল্যান্ড)