৫০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে ভারত, মরিশাসকে আশ্বাস মোদীর

Updated By: Mar 12, 2015, 08:16 PM IST
৫০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে ভারত, মরিশাসকে আশ্বাস মোদীর

মরিশাসকে পঞ্চাশ কোটি মার্কিন ডলার ঋণ দেবে ভারত। আজ সেদেশের ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভাষণ দিতে গিয়ে একথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে মরিশাসে দ্বিতীয় সাইবার সিটি তৈরিতেও সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি।

সম্পর্কের সূত্রটা দীর্ঘদিনের। ভারতীয় বংশোদ্ভূত বহু মানুষই আজ থাকেন দ্বীপরাষ্ট্র মরিশাসে। আর সেখানেই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দিনেই জোর দিয়েছিলেন দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুতে। ঋণ দিয়ে পাশে থাকার ঘোষণা করেছেন মোদী। এখানেই শেষ নয়। পোর্ট লুইসে দ্বিতীয় সাইবার শহর গড়ে তুলতে মরিশাস পাশে পাবে নয়াদিল্লিকে। মরিশাসের ন্যাশনাল অ্যাসেম্বলির ভাষণে রাষ্ট্রসঙ্ঘের সংস্কারের দাবিও উঠল মোদীর গলায়।

পোর্ট লুইসে ভারতে তৈরি নজরদারি জাহাজ MGCS বারাকুডার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ছিলেন মরিশাসের প্রধানমন্ত্রী আনিরুদ জগন্নাথ-ও।

 

.