ভিডিয়ো: বাহারিনে ২০০ বছরের প্রাচীন কৃষ্ণ মন্দিরের পুনর্নির্মাণের সূচনা মোদীর
প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী বাহারিন সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী।
নিজস্ব প্রতিবেদন: বাহারিনের মনামায় ২০০ বছরের প্রাচীন শ্রী কৃষ্ণ মন্দিরের পুনর্নির্মাণের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই প্রকল্পে খরচ পড়বে ৪২ লক্ষ ডলার। চলতি বছরেই শুরু হবে কাজ।
প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী বাহারিন সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেখানে অনবাসী ভারতীয়দের সভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। তাঁকে দ্য কিং হামাদ অর্ডার অব দ্য রেনেসাঁস সম্মানে সম্মানিত করেন বাহারিনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা। রবিবার বাহারিনে ২০০ বছরের প্রাচীন শ্রীনাথ জি মন্দিরে আরতির সময় হাজির ছিলেন মোদী। সেখানে হাতজোড় করে প্রার্থনা করেন প্রধানমন্ত্রী।
Spent time at Bahrain’s Shreenathji Temple. This is among the oldest temples in the region and manifests the strong ties between India and Bahrain.
Here are some blessed moments from the temple. pic.twitter.com/InRdOl65Nv
— Narendra Modi (@narendramodi) August 25, 2019
শনিবার সংযুক্ত আরব আমিরশাহিতে রুপে কার্ডের সূচনা করেন মোদী। সেখানেই একটি দোকানে রুপে কার্ড ব্যবহার করে লাড্ডু কেনেন। ওই লাড্ডু প্রসাদ হিসেবে দিয়েছেন বাহারিনের মন্দিরে।
The RuPay card comes to UAE!
PM @narendramodi makes a special purchase, which he would offer as Prasad at the Shreenathji Temple in Bahrain tomorrow. pic.twitter.com/x4WTt1fm8P
— PMO India (@PMOIndia) August 24, 2019
মানবিক কারণে ২৫০ জন ভারতীয় বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাহারিন। সেই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানান মোদী।
In a kind and humanitarian gesture, the Government of Bahrain has pardoned 250 Indians serving sentences in Bahrain.
PM @narendramodi thanks the Bahrain Government for the Royal Pardon.
— PMO India (@PMOIndia) August 25, 2019
বাহারিন থেকে প্রধানমন্ত্রী রওনা দিয়েছেন ফ্রান্সের উদ্দেশে। সেখানে জি৭ সম্মেলনে অংশ নেবেন নরেন্দ্র মোদী। সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। তার আগে মার্কিন প্রশাসন আরও একবার জানিয়ে দিয়েছে, কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্তি একেবারেই ভারতের অভ্যন্তরীণ বিষয়।মার্কিন প্রশাসনের শীর্ষ আধিকারিক বলেছেন,'৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ভারত। এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। তবে নিশ্চিতভাবেই ভারতের প্রধানমন্ত্রীর কাছে ট্রাম্প শান্তি ফেরানোর পদক্ষেপের কথা শুনতে চাইবেন। কাশ্মীরের মানবাধিকার কীভাবে রক্ষা করছেন, তাও জানবেন ট্রাম্প।' শুধুমাত্র ভারত চাইলেই কাশ্মীর নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করতে পারে বলেও জানান ওই আধিকারিক। কাশ্মীর নিয়ে মধ্যস্থতার প্রস্তাব ইতিমধ্যেই দিয়েছেন ট্রাম্প। তবে ভারত সরকার স্পষ্ট জানিয়েছে, কাশ্মীর দেশের অভ্যন্তরীণ বিষয়। তৃতীয়পক্ষের দরকার নেই।