মনোনয়নপত্র জমা দিলেন সুকি
মনোনয়নপত্র জমা দিলেন আন সান সুকি। মায়ানমারে আসন্ন উপনির্বাচনে ইয়াংগনের কাওমু আসনে লড়ছেন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডি প্রার্থী সুকি।
Updated By: Jan 18, 2012, 08:53 PM IST
মনোনয়নপত্র জমা দিলেন আন সান সুকি। মায়ানমারে আসন্ন উপনির্বাচনে ইয়াংগনের কাওমু আসনে লড়ছেন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডি প্রার্থী সুকি। ১ এপ্রিল মায়ানমারে ৪৮ আসনে উপনির্বাচন। দীর্ঘ দু`দশক গৃহবন্দী থাকার পর নির্বাচনে লড়ছেন এই নোবেলজয়ী সমাজকর্মী। এই নির্বাচনে পুরো ৪৮টি আসনে জিতলেও অবশ্য খুব বেশি ক্ষমতা আসবে না এনএলডি-র হাতে। কারণ মায়ানমারের সংসদের নিম্নকক্ষে সামরিক জুন্টা সরকারের আসন সংখ্যা ৪৪০। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সুকির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা মায়ানমারে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে শুভ ইঙ্গিত।