ফের লাভা ওগরাতে শুরু করেছ ইতালির মাউন্ট এটনা আগ্নেয়গিরি

চিলি সরকারের নয়া শিক্ষানীতির বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার চিলির ছাত্র সমাজ।পথে নেমে প্রতিবাদে মুখর তারা।চলে দফায় দফায় হাতাহাতি ইটবৃষ্টি।ছাত্র বিক্ষোভ থামাতে মিছিলে পুলিশ প্রয়োগ করে কাঁদানে গ্যাস, জলকামান।                     

Updated By: May 27, 2016, 09:03 AM IST
 ফের লাভা ওগরাতে শুরু করেছ ইতালির মাউন্ট এটনা আগ্নেয়গিরি

ওয়েব ডেস্ক: চিলি সরকারের নয়া শিক্ষানীতির বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার চিলির ছাত্র সমাজ।পথে নেমে প্রতিবাদে মুখর তারা।চলে দফায় দফায় হাতাহাতি ইটবৃষ্টি।ছাত্র বিক্ষোভ থামাতে মিছিলে পুলিশ প্রয়োগ করে কাঁদানে গ্যাস, জলকামান।                     

ফের একবার লাভা ওগরাতে শুরু করেছ ইতালির মাউন্ট এটনা আগ্নেয়গিরি।১০হাজার ৯২৬ ফিট উঁচু পাহাড় থেকে ঠিকরে বেরোচ্ছে লাল লাভা।আর ভয়ংকর সুন্দ দৃশ্য দেখতে নিরাপদ দূরত্বে এসে ভীড় করছেন পর্যটকেরা।খ্রীষ্ট বূর্ব৪০০ বছর আগে থেকে জীবন্ত এই ক্যাটালান প্রদেশের আগ্নেয়গিরি।                  

বয়স ৭৩। শরীরে উল্কি করা ৩৬৬টি দেশের জাতীয় পতাকা।দখলে ২০টির বেশি গিনেস রেকর্ড। নাম প্রকাশ ঋষি।ভারতীয় এই মানুষটি রেকর্ড গড়ার নেশায় বদলে ফেলেছেন নিজের নাম,তুলে ফেলেছেন নিজের সবকটি দাঁত।৫০০টি স্ট্র ও ৫০টির বেশি মোমবাতি মুখে নিয়ে রকর্ড গড়াই তাঁর লক্ষ্য।

.