জুকেরবার্গের সবথেকে গুরুত্বপূর্ণ মিটিং
তিনি মার্ক জুকেরবার্গ। ফেসবুকের সিইও। আজ এখানে, কাল ওখানে নানারকম মিটিংয়ে যে তিনি ব্যস্ত থাকবেন এতো জানা কথা। কিন্তু জানেন কি এত মিটিংয়ের মধ্যে কোনটা তাঁর জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মিটিং?
Updated By: Mar 25, 2016, 06:32 PM IST
ওয়েব ডেস্ক: তিনি মার্ক জুকেরবার্গ। ফেসবুকের সিইও। আজ এখানে, কাল ওখানে নানারকম মিটিংয়ে যে তিনি ব্যস্ত থাকবেন এতো জানা কথা। কিন্তু জানেন কি এত মিটিংয়ের মধ্যে কোনটা তাঁর জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মিটিং?
না, কোনও ফাইভ স্টার হোটেলে কোনও বড় ডিলের জন্য বিজনেস মিটিং নয়। এই মিটিং সেরেছেন ঘরেই। আর মিটিংয়ের পার্টনার হলেন ম্যাক্স জুকেরবার্গ। ফেসবুক সিইও-র চার মাস বয়সের ক্ষুদে কন্যা সন্তান। মেয়ে ম্যাক্সের সঙ্গে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন মার্ক। মেয়েকে দুধ খাওয়ানোর সেই ছবির ক্যাপসন দিয়েছেন 'Most Important Meeting Of The Day'।