চিনে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় মেরান্তি

তাইওয়ানের পর এবার চিনে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় মেরান্তি। টাইফুনের প্রভাবে ফুজিয়ান প্রদেশজুড়ে চলছে ব্যাপক ঝড়-বৃষ্টি। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ২৩০কিলোমিটার। সকালে দুর্যোগ একটু থামায়, বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়েছেন, খতিয়ে দেখছেন ক্ষয়ক্ষতির পরিমাণ।

Updated By: Sep 15, 2016, 12:07 PM IST

ওয়েব ডেস্ক: তাইওয়ানের পর এবার চিনে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় মেরান্তি। টাইফুনের প্রভাবে ফুজিয়ান প্রদেশজুড়ে চলছে ব্যাপক ঝড়-বৃষ্টি। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ২৩০কিলোমিটার। সকালে দুর্যোগ একটু থামায়, বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়েছেন, খতিয়ে দেখছেন ক্ষয়ক্ষতির পরিমাণ।

আরও পড়ুন- কাঁপুনির পর নেপালে এখনও মন ফেরেনি পর্যটকদের

এর আগে তাইওয়ানে ব্যাপক তাণ্ডব চালায় সুপার টাইফুন মেরান্তি। ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৩৭০ কিলোমিটা, যা একটা ফর্মিলা ওয়ান রেসিং কারের থেকেও বেশি। লাগাতার বৃষ্টিতে জলমগ্ন বেশকয়েকটি এলাকা। ঝড়ে ভেঙে পড়েছে বহু বাড়ি। গাছ উপড়ে বন্ধ রাস্তাঘাট। ২০১৩ সালে টাইফুনে আছড়ে পড়েছিল সুপার টাইফুন হাইয়ান। এবার মেরান্তি। সবমিলিয়ে বিপর্যয়ের হাত কবল থেকে মুক্তি পেতে চাইছে আপামোর চিনবাসী। 

আরও পড়ুন- বিশ্বাস করুন, ওরাও বেঁচে আছে, ভেসে আছে

.