চলতি মাসের শেষেই একান্ত বৈঠকে মোদী-ওবামা

নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে কৌশলগত সমঝোতা গড়ে তুলতে উত্‍সুক ওবামা প্রশাসন। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় যোগ দিতে এমাসের শেষেই মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী। হোয়াইট হাউসের তরফে বলা হয়েছে, সেপ্টেম্বরের ২৯ অথবা ৩০ তারিখ দুই রাষ্ট্রনেতার একান্ত বৈঠক হবে। আলোচ্যের তালিকায়  মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সমস্যা যেমন রয়েছে, তেমনই রয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য, নিরাপত্তা সমঝোতার মতো দীর্ঘমেয়াদি বিষয়গুলি। অসামরিক পরমাণু চুক্তি কার্যকর করার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাবে।

Updated By: Sep 9, 2014, 09:46 PM IST
চলতি মাসের শেষেই একান্ত বৈঠকে মোদী-ওবামা

ওয়েব ডেস্ক: নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে কৌশলগত সমঝোতা গড়ে তুলতে উত্‍সুক ওবামা প্রশাসন। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় যোগ দিতে এমাসের শেষেই মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী। হোয়াইট হাউসের তরফে বলা হয়েছে, সেপ্টেম্বরের ২৯ অথবা ৩০ তারিখ দুই রাষ্ট্রনেতার একান্ত বৈঠক হবে। আলোচ্যের তালিকায়  মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সমস্যা যেমন রয়েছে, তেমনই রয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য, নিরাপত্তা সমঝোতার মতো দীর্ঘমেয়াদি বিষয়গুলি। অসামরিক পরমাণু চুক্তি কার্যকর করার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাবে।

ভারতকে পরমাণু চুল্লির বিক্রির শর্ত হিসেবে পরমাণু দায়বদ্ধতা আইন লঘু করার দাবি জানাচ্ছে মার্কিন সংস্থাগুলি। নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকেই বিষয়টি তোলার জন্য ওবামার ওপর চাপ রয়েছে তাদের। এর আগে গুজরাত জাতিহিংসায় তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দীর্ঘদিন নরেন্দ্র মোদীকে ভিসা দেয়নি আমেরিকা।

আবার দেবযানি খোবরাগারে ইস্যুতে, সাম্প্রতিক অতীতে দুদেশের কূটনৈতিক সম্পর্কেও অবনতি হয়েছে। তাই ব্যক্তি নরেন্দ্র মোদী এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দুইয়ের সঙ্গেই সম্পর্কের বরফ গলাতে আগ্রহী মার্কিন প্রশাসন। 

.