গভীর রাতে মোদী-ট্রাম্প বৈঠক

ওয়াশিংটনে আজ মোদী-ট্রাম্প বৈঠক। ভারতীয় সময় গভীর রাতে দুই রাষ্ট্রনেতার বৈঠক হবে। তারপর যৌথ বিবৃতি। মোদীর সম্মানে হোয়াইট হাউসে নৈশভোজের আয়োজনও করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আলোচনাকে নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন দুজনেই।

Updated By: Jun 26, 2017, 08:37 AM IST
গভীর রাতে মোদী-ট্রাম্প বৈঠক

ওয়েব ডেস্ক: ওয়াশিংটনে আজ মোদী-ট্রাম্প বৈঠক। ভারতীয় সময় গভীর রাতে দুই রাষ্ট্রনেতার বৈঠক হবে। তারপর যৌথ বিবৃতি। মোদীর সম্মানে হোয়াইট হাউসে নৈশভোজের আয়োজনও করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আলোচনাকে নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন দুজনেই।

মূলত প্রতিরক্ষা, সন্ত্রাস ও জ্বালানি নিয়ে বৈঠকে আলোচনা হবে। ২০০ কোটি ডলারের ড্রোন চুক্তি চূড়ান্ত করার চেষ্টা করবেন প্রধানমন্ত্রী। আলোচনা হতে পারে জলবায়ু পরিবর্তন নিয়েও। H1B ভিসার মত বিতর্কিত বিষয়টি অবশ্য এড়িয়ে যেতে পারেন দুপক্ষই।

এদিকে, মোদীর সঙ্গে বৈঠকের আগে ভারতের দরাজ প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আমেরিকার বিমানবন্দরে মোদীকে ঘিরে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। প্রোটোকল ভেঙে মোদীও এগিয়ে যান জনতার মাঝে। অকাতরে বিলোন অটোগ্রাফ। (আরও পড়ুন- পাকিস্তানে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে মৃত্যু হল ১৪০ জনের)

.