অটিস্টিক ছেলেকে খুন করে ১৮ বছরের কারাবাসে মার্কিনি কোটিপতি মা
নিজের অটিস্টিক ছেলেকে খুন করার অপরাধে ১৮ বছরের জন্য কারাবাস হল মার্কিনি কোটিপতি মায়ের। ২০১০ সালে নিউ ইয়র্কের এই পরিচির সোশ্যালাইট ম্যানহ্যাটনের এইটি বিলাসবহুল হোটেলের ঘরে নিজের ছেলেকে বেশিমাত্রায় ওষুধ খাইয়ে হত্যা করেন জিজি জর্ডন।
ওয়েব ডেস্ক: নিজের অটিস্টিক ছেলেকে খুন করার অপরাধে ১৮ বছরের জন্য কারাবাস হল মার্কিনি কোটিপতি মায়ের। ২০১০ সালে নিউ ইয়র্কের এই পরিচির সোশ্যালাইট ম্যানহ্যাটনের এইটি বিলাসবহুল হোটেলের ঘরে নিজের ছেলেকে বেশিমাত্রায় ওষুধ খাইয়ে হত্যা করেন জিজি জর্ডন।
ক্রাশার ও সিরিঞ্জ দিয়ে নিজের ৮ বছরের শিশুপুত্রকে ওষুধে ওভার ডোজ দিয়েছিলেন জিজি।
জর্ডনের আইনজীবী আদালতে দাবি করেছিলেন তাঁর পুত্র জুড মিরাকে যৌন নির্যাতন করত জুডের নিজেরই বাবা। সেই অত্যাচারের হাত থেকে ছেলেকে বাঁচাতে তাঁকে খুন করতে 'বাধ্য' হয়েছেন জিজি।
জর্ডন নিজেও আদালতে দাবি করেছিলেন ছেলের ভালর জন্যই তিনি তাকে হত্যা করেছেন।
''পৃথিবীতে সব থেকে বেশি জুডকেই আমি ভালবাসতাম। আমি বিশ্বাস করি অবিশ্বাস্য অন্তর্বেদনা নিয়ে জুড বেঁচে ছিল। মৃত্যুই ওর পক্ষে শ্রেষ্ঠ ছিল।'' নিজের ৩০ মিনিটের জবানবন্দীতে বলেছেন জিজি।